অগ্নিতে পুড়ে খাক হয়ে গেছে
অগ্নিতে পুড়ে খাক স্বাধীনতা!
রেস্ট ইন পিস বাক স্বাধীনতা
রেস্ট ইন পিস বাক স্বাধীনতা….
প্রিন্ট মিডিয়াতে টিভি মিডিয়াতে
ভীতির চাঁদরে ঢাক স্বাধীনতা!
রেস্ট ইন পিস বাক স্বাধীনতা…
একাত্তরের চিহ্নকে মুছে
চব্বিশে ফের আঁক স্বাধীনতা!
রেস্ট ইন পিস বাক স্বাধীনতা…
বত্তিরিশের ধ্বংসস্তুপে
অনায়াসে মিশে যাক স্বাধীনতা!
রেস্ট ইন পিস বাক স্বাধীনতা…
স্নাইপার দিয়ে লাশ ফেলে ফেলে
ঘাতকেরা নয়া পাক স্বাধীনতা!
রেস্ট ইন পিস বাক স্বাধীনতা…
নিরীহ মানুষ পুলিশ ও শিশুর
তাজা খুনে ডুবে থাক স্বাধীনতা!
রেস্ট ইন পিস বাক স্বাধীনতা…
ডেভিল হান্টে কণ্ঠরোধের
পদতলে চেপে রাখ স্বাধীনতা!
রেস্ট ইন পিস বাক স্বাধীনতা…
[ picture source : internet. কার্টুন : মেহেদী ]
Leave a Reply