প্রযুক্তি প্রতিবেদক: ইন্টারনেট ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে ওয়েব ব্রাউজিং। কিন্তু কবে এবং কোথায় প্রথম ওয়েবসাইট চালু হয়েছিল, তা অনেকেই জানেন না।
বিশ্বের প্রথম ওয়েবসাইট চালু হয়েছিল ১৯৯১ সালের ৬ আগস্ট, ঠিক এই দিনে। ওয়েবসাইটটির ঠিকানা ছিল: info.cern.ch। এটি তৈরি করেছিলেন টিম বার্নার্স-লি, যিনি আধুনিক ওয়েবের জনক হিসেবে পরিচিত।
সুইজারল্যান্ডের CERN (European Organization for Nuclear Research) এ কর্মরত অবস্থায় তিনি এই ওয়েবসাইটটি চালু করেন। মূলত একটি তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে, এটি ব্যবহারকারীদের ওয়েব কী, কীভাবে কাজ করে এবং কীভাবে ওয়েবসাইট তৈরি করা যায়—এই সংক্রান্ত তথ্য সরবরাহ করতো।
এই ওয়েবসাইট থেকেই শুরু হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (WWW) আনুষ্ঠানিক যাত্রা। সময়ের পরিক্রমায় সেই ছোট্ট উদ্যোগ রূপ নিয়েছে আজকের বিশাল ইন্টারনেট মহাজগতে।
বর্তমানে আমরা যে ব্রাউজিং অভিজ্ঞতা উপভোগ করি, তা মূলত সেই info.cern.ch-এর হাত ধরেই শুরু হয়েছিল।
Leave a Reply