আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় দুই দেশেই হতাহতের ঘটনা ঘটেছে এবং ধ্বংস হয়েছে অসংখ্য সামরিক ও বেসামরিক স্থাপনা। এই সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে, যা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চলমান এ উত্তেজনার জন্য সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান ও ভেনেজুয়েলাসহ একাধিক দেশ ইসরায়েলকে দায়ী করেছে। এসব দেশ এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে দখলদারি মনোভাব ত্যাগ করে শান্তিপূর্ণ সমাধানের পথে ফিরতে আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, সংঘাত থামাতে ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। দেশগুলো তেহরানকে আলোচনায় বসতে চাপ দিচ্ছে বলে জানিয়েছে রয়টার্স, যা দ্য টাইম অব ইসরায়েল প্রকাশ করেছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এক বিবৃতিতে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে তারা ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন। ওয়াদেফুল বলেন, ইরান আগেরবার গঠনমূলক আলোচনার সুযোগ গ্রহণে ব্যর্থ হয়েছিল। তবে এবার সংঘাত প্রশমনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।
তিনি আরও বলেন, এভাবে ইরান যাতে এই অঞ্চল, ইসরায়েল কিংবা ইউরোপের জন্য কোনো হুমকি না হয়, সে নিশ্চয়তা প্রয়োজন। জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডিকে তিনি বলেন, এখনও আশা আছে যে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য একসাথে আলোচনায় বসতে প্রস্তুত।
Leave a Reply