নিউজ ডেস্ক, জাপান: রবিবার রাত পর্যন্ত পূর্ব জাপানে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিয়ুশুর উত্তরাঞ্চলেও সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া কর্মকর্তারা কাদার ধস নামা, নিম্নাঞ্চলে বন্যা এবং নদীগুলোর ফুলে ওঠা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
জাপানের আবহাওয়া এজেন্সি বলছে জাপান সাগরের উপর একটি নিম্নচাপের কারণে শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত তোকাই অঞ্চল’সহ পূর্ব জাপানে বৃষ্টির মেঘ তৈরি হয়েছে।
রবিবার সকাল ৬টার অল্প পরে পর্যন্ত শিযুওকা শহরের কাগিয়ানা এলাকায় এক ঘন্টায় ৫৪ মিলিমিটার ভারী বৃষ্টিপাত হয়েছে।
হোকুরিকু, তোকাই ও কিয়ুশু অঞ্চলেও রবিবার সকালে বৃষ্টির মেঘ তৈরি হয়েছিল।
পূর্ব জাপানে বিকেলে বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে। কান্তো-কোশিন অঞ্চল ও অন্যান্য স্থানে বজ্রপাত’সহ ঘন্টায় ৩০ মিলিমিটারেরও বেশি গতিবেগে স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।
রবিবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত উত্তর কিয়ুশুতে ঘণ্টায় ৩০ মিলিমিটারের বেশি গতিবেগ নিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।
Leave a Reply