আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এবং তিনটি ইউরোপীয় দেশ শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় বসবে।
বুধবার ইইউ-র ঘনিষ্ঠ সূত্রগুলো এনএইচকে-র সাথে কথা বলেছে। তারা জানায়, ইইউ-র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাইয়া কালাস, এবং ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে বৈঠক করবেন।
সূত্রগুলো বলছে, ইরানকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্রগুলো আরও জানায়, ইউরোপীয় পক্ষের লক্ষ্য হলো তেহরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে ফিরে আসতে রাজি করানো।
ওদিকে, ইরান ইইউ-র সাথে বৈঠকে অংশ নেবে কি না, তা জানায়নি। তবে আরাগচি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “আমরা কূটনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”
বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে পারস্পরিক গোলা বিনিময় চলতে থাকার মাঝে পরিকল্পিত এই আলোচনা উত্তেজনা কমানোর কোনও পথের সন্ধান দিতে পারে কি না, সেদিকেই এখন সংশ্লিষ্টদের মনোযোগ নিবদ্ধ রয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত ইরান ইসরায়েলে থেমে থেমে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে, ইসরায়েল বুধবার রাতে ঘোষণা করেছে যে তারা তেহরানের পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র-সহ ২০টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে।
Leave a Reply