অনলাইন ডেস্ক: ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি দৃশ্যত কার্যকর থাকা অবস্থায় বড় ধরনের হামলা বা ক্ষয়ক্ষতির কোনও খবর এখন পর্যন্ত পাওয়া যায় নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছেন যে দুই দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি তার সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে বুধবার লিখেছেন যে “১২ দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তিকে বিশ্ব অভিবাদন জানাবে”।
এই ঘোষণার পর ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের কাছে একটি রাডার অবস্থানে হামলা চালায়। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে ট্রাম্প আরও হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান ইসরায়েলের প্রতি জানিয়েছেন। এরপর থেকে বড় কোনো হামলা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইসরায়েল এবং ইরান উভয়েই বিজয় দাবি করেছে।
যুদ্ধবিরতি বলবৎ থাকবে কিনা সেদিকে এখন মনোযোগ আকৃষ্ট হচ্ছে।
Leave a Reply