নিউজ ডেস্ক, জাপান: জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
মঙ্গলবার সকালে সাংবাদিকদের উদ্দেশ্যে চিফ ক্যাবিনেট সেক্রেটারি হাইয়াশি ইয়োশিমাসা এ মন্তব্য করেন। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রেক্ষিতে কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক আক্রমণের পর ট্রাম্পের এই ঘোষণা এসেছে।
হাইয়াশি বলেন, জাপান বিশ্বাস করে যে পরিস্থিতি দ্রুত শান্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন যে সরকার দৃঢ়ভাবে চাইছে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ পুনরায় শুরু হোক।
হাইয়াশি বলেন, জাপান প্রবলভাবে আশাবাদী যে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে।
Leave a Reply