নিউজ ডেস্ক, জাপান:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাপানের রাজধানী টোকিওতে আয়োজিত হয়েছে আলোচনা সভা। শনিবার (২৯ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করে জাপান আওয়ামী লীগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপান আওয়ামী লীগের সভাপতি সালেহ মাহমুদ আরিফ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের নেতা সনত বড়ুয়া।
আলোচনায় অংশ নেন জাপান যুবলীগের সভাপতি বি এম শাহজাহান, সাধারণ সম্পাদক মীর হোসেন মিলন, বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার বড়ুয়া, জাপান শ্রমিক লীগের সভাপতি শাহ আলম, জাপান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান ও জাকির জোয়ার্দার এবং সহ-সভাপতি জনি ও সেলিম।
বক্তারা আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকা, মুক্তিযুদ্ধে নেতৃত্বদান, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন। পাশাপাশি তারা প্রবাসে দলের কার্যক্রম আরও শক্তিশালী ও সংগঠিত করার আহ্বান জানান।
Leave a Reply