নিউজ ডেস্ক, জাপান: জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর একটি সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি অর্থবছরে ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, যা দেশটিকে এশিয়ার অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর তুলনায় অনেকটা পিছিয়ে দিয়েছে।
গবেষণায় এশিয়ার ৭টি দেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধির তথ্য বিশ্লেষণ করা হয়েছে, যেখানে আগামী বছরগুলোর প্রক্ষেপিত প্রবৃদ্ধির হারও উল্লেখ করা হয়েছে।
ভিয়েতনাম, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখানো হয়েছে প্রতিবেদনটিতে।
প্রতিবেদন অনুযায়ী, এর আগে বাংলাদেশ ৬-৭ শতাংশ প্রবৃদ্ধির হার ধরে রেখে ভারতের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছিল। যদি সেই ধারাবাহিকতা অব্যাহত থাকত, তবে অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য স্থানে পৌঁছে যেতে পারত বাংলাদেশ। কিন্তু চলতি অর্থবছরের শুরুতে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধস নামায় সেই সম্ভাবনা মুখ থুবড়ে পড়েছে।
বর্তমানে বাংলাদেশের প্রবৃদ্ধির হার অনেকটাই স্থবির। উন্নত জাপানি অর্থনীতি বাদে এশিয়ার বাকি ৬টি দেশের তুলনাতেও বাংলাদেশ অনেক নিচে অবস্থান করছে বলে দেখানো হয়েছে প্রতিবেদনে।
বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্তের ঘাটতি এবং অন্যান্য কাঠামোগত সমস্যার কারণে এই পতন ঘটেছে।
তবে জাইকার প্রতিবেদনে এই পিছিয়ে পড়ার কারণ বিশ্লেষণ করে অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য কিছু সুপারিশও উপস্থাপন করা হয়েছে।
যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো এই গবেষণা প্রতিবেদনের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অর্থনীতিবিদরা আশা প্রকাশ করছেন, সঠিক নীতি গ্রহণ ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আবারো তার পূর্বের প্রবৃদ্ধির ধারায় ফিরে আসতে পারবে।
Leave a Reply