গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে ডাকাতরা। এ সময় তার কাছ থেকে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। পালানোর সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে ডাকাতদল।
ঘটনাটি ঘটে গতরাত সাড়ে ১০টার দিকে কোনাবাড়ী কলেজ গেট এলাকায়।
আহত ব্যবসায়ীর নাম সনজিৎ মন্ডল (৩৮)। তিনি গাজীপুর সদরের দেওয়ালিয়াবাড়ী এলাকার বাসিন্দা। কলেজ গেট স্কুল মার্কেট এলাকায় ‘সাথী জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানের মালিক তিনি। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের আর্থিক সেবা এজেন্ট হিসেবেও ব্যবসা পরিচালনা করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা যায়, ঘটনার রাতে সনজিৎ মন্ডল দোকান বন্ধ করে ব্যাগে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে বাড়ির পথে রওনা হন। কলেজ গেট এলাকায় পৌঁছালে হঠাৎ একদল ডাকাত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
পরে ব্যাগ থেকে ৫ ভরি স্বর্ণালংকার এবং ব্যবসার নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। সনজিতের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতদল ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোনাবাড়ীর একটি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে রাতেই তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ইতোমধ্যে অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply