স্পোর্টস ডেস্ক: সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। রোববার দিনশেষে লঙ্কানরা ২১১ রানের লিড পেয়েছে। সেই লিড আরও বাড়িয়ে নেয়ার আগেই রোববার লঙ্কানদের দ্রুত অলআউট করার লক্ষ্য বাংলাদেশের।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ২৮০ রান তাড়ায় নেমে ৫১.৩ ওভারে ১৮৮ রানে থামে স্বাগতিকরা। শনিবার ২৪৮ রানে পিছিয়ে থেকে দিনের শুরু করে বাংলাদেশ।
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বাংলাদেশের ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে। এক তাইজুল ছাড়া আর কেউ পারেননি সামর্থ্যের প্রমাণ দিতে। ফলে ১৮৮ রানে গুটিয়ে যায় লাল-সবুজের দল। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন বিশ্ব ফার্নান্দো।
এ অবস্থা টাইগারদের পারফরম্যান্স ও রোববারের লক্ষ্য নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প।
তিনি বলেন, তৃতীয় দিন সকাল সকাল দ্রুত উইকেট তুলে নিতে হবে। ওদের ২১১ রানের লিড হয়ে গেছে। লক্ষ্যটাকে ২৫০ রানের মধ্যে রাখতে চাই। পুরো দিনের কথা বললে বলবো, ৫১ ওভার ব্যাট করে অলআউট হয়ে গেছি, এটা খুবই হতাশাজনক।
বাংলাদেশের নতুন এই ব্যাটিং কোচ আরও বলেন, ৫১ ওভারের বেশি ব্যাট করতে পারলাম না, ব্যাপারটা খুবই হতাশাজনক। তবে কখনও কখনও এরকম হয়ে যায়। দিনের খেলা শেষ করার আগে আমরা ওদের ৫টি উইকেট ফেলতে পেরেছি। তবে আরও কিছু উইকেট তুলে নিতে পারলে ভালো হতো।
দ্বিতীয় দিনের খেলা শেষে, প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৩৬ ওভারে ১১৯/৫ (বিশ্ব ২*, ধনাঞ্জয়া ২৩*; দিমুথ করুণারত্নে ৫২, নিশান মাদুশকা ১০, কুশল মেন্ডিস ৩, অ্যাঞ্জেলো ম্যাথুজ ২২, দিনেশ চান্ডিমাল ০), শ্রীলঙ্কার লিড ২১১ রান।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৫১.৩ ওভারে ১৮৮/১০ (রানা ০*; জাকির ৯, শান্ত ৫, মুমিনুল ৫, জয় ১২, শাহাদাত ১৮, লিটন ২৫, তাইজুল ৪৭, মিরাজ ১১, শরিফুল ১৫, খালেদ ২২)।
শ্রীলঙ্কা ৬৮ ওভারে প্রথম ইনিংসে ২৮০/১০ (রাজিথা ৬*; মাদুশকা ২, মেন্ডিস ১৬, করুণারত্নে ১৭, ম্যাথুজ ৫, চান্ডিমাল ৯, কামিন্দু ১০২, ধনাঞ্জয়া ১০২, প্রবাথ ১, ফার্নান্ডো ৯, কুমারা ০)।
Leave a Reply