নিউজ ডেস্ক, জাপান: ২৩ বছর আগে ২০০১ সালে নেপালের ‘বাণী প্রকাশনের’ সাথে বাংলাদেশের ‘বইপত্র প্রকাশনের’ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।
বাণী প্রকাশনের পক্ষে নেপালের প্রখ্যাত লেখক পরশু প্রধান ও বইপত্র প্রকাশনের পক্ষে মাহবুবুর রহমান বাবু এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির মূল বিষয় ছিল বইপত্র প্রকাশন নেপালি লেখকদের বই ইংরেজি ভাষায় প্রকাশ করবে বাংলাদেশ থেকে এবং বাণী প্রকাশন বাংলাদেশের লেখকদের বই নেপাল থেকে প্রকাশ করবে ইংরেজি ভাষায়। চুক্তির আলোকে বাংলাদেশ থেকে পরশু প্রধানের ‘The Little Budha in Tokyo’ বইপত্র প্রকাশন থেকে প্রকাশিত হয়।
গত ১৯ শে মার্চ সকালবেলা নেপালের প্রখ্যাত লেখক পরশু প্রধানের মৃত্যুর খবর জানা যায়।
এটি নেপালের কোন প্রকাশনার সাথে বাংলাদেশের কোন প্রকাশনার প্রথম ‘বইপত্র প্রকাশনের’ দ্বিপাক্ষিক চুক্তি ছিল। এছাড়াও বাংলাদেশ থেকে নেপাল সাহিত্য সম্মেলনের আয়োজন করে ইস্টার্ন ইউনিভার্সিটিতে। যেখানে নেপালের কবি সাহিত্যিকদের একটি বড় দল সম্মেলনে অংশগ্রহণ করে। এছাড়াও নেপালের সাথে অনেক দ্বিপাক্ষিক সফর, অনেক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। যার শুরুটা হয়েছিল পরশু প্রধানের মাধ্যমে।
‘বইপত্র প্রকাশন’ গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করেছে পরশু প্রধানকে।
Leave a Reply