নিউজ ডেস্ক, ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বললেন, আগেই বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে হত্যা বন্ধে অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দুই বাংলাদেশি ভারত সীমান্তে অবৈধভাবে ঢুকে পড়েছিল, তাই বিএসএফ গুলি করে। বিজিবি এর প্রতিবাদ জানিয়েছে, পতাকা বৈঠক হয়েছে।তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ঘটনায় এখনও কোনো প্রতিবাদ জানানো হয়নি বলে জানান মন্ত্রী।
এদিকে সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে জিম্মি নাবিকদের উদ্ধার ও জাহাজ ফেরত আনার বিষয়ে আলোচনা অনেকদূর এগিয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
ইউনূস সেন্টার থেকে বরাবরের মতো মিথ্যাচার করা হয়েছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় যখন নারী-শিশুদের হত্যা ও মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তখনও ড. ইউনূস কোনো প্রতিবাদ জানাননি। উল্টো ইসরায়েলের এক ভাস্করের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন, যা গাজায় হত্যাযজ্ঞকে সমর্থন।
Leave a Reply