নিউজ ডেস্ক, জাপান: জাপানি একটা মজার ভাষা। বলাটা সোজা। পড়া আর লেখাটা কঠিন। চলুন আগে সোজাটা থেকে শুরু করি। বাংলা ভাষার বাক্যগঠন আর জাপানি ভাষার বাক্য গঠন ১০০% মিল। এজন্যই বলাটা সোজা। আপনার যা দরকার তা হল কিছু শব্দ ভাণ্ডার। সাথে সাথে কিছু অক্ষর পরিচিতি। তাহলে অন্তত কিছু কথাবার্তা চালিয়ে যেতে পারবেন।
Leave a Reply