1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :

বাংলায় জাপানি শিখুন

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪

নিউজ ডেস্ক, জাপান: জাপানি একটা মজার ভাষা। বলাটা সোজা। পড়া আর লেখাটা কঠিন। চলুন আগে সোজাটা থেকে শুরু করি। বাংলা ভাষার বাক্যগঠন আর জাপানি ভাষার বাক্য গঠন ১০০% মিল। এজন্যই বলাটা সোজা। আপনার যা দরকার তা হল কিছু শব্দ ভাণ্ডার। সাথে সাথে কিছু অক্ষর পরিচিতি। তাহলে অন্তত কিছু কথাবার্তা চালিয়ে যেতে পারবেন।



কি শিখবো?-বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে জাপানি বলতে হয়। সামান্য কিছু অক্ষর জ্ঞান। যাতে সাইনবোর্ড দেখে কিছু পরিচিত শব্দ খুঁজে পান।



কোথায় শিখবো? -অনলাইন , ফরমটি পুরন করে দিলে লিঙ্ক পেয়ে যাবেন।

কখন শিখবো – সপ্তাহে ২ দিন। মঙ্গল এবং শুক্রবার। জাপান সময় রাত ৮টা। ৬০ মিনিট মাত্র।


পয়সা দিতে হবে? -জ্বি। ২৪ টি ক্লাস। ২৫০০০ ইয়েন। ব্যাঙ্ক একাউন্ট জানিয়ে দেয়া হবে। এই টাকার অনেকাংশ সামাজিক কাজে ব্যবহার করা হবে।




একদিন অনুপস্থিত থাকলে ১০০ ইয়েন, পরীক্ষায় ফেইল করলে আরো জরিমানার সুব্যবস্থা থাকবে।

যোগ্যতার ব্যাপার আছে? –
জ্বি আছে। বয়স ১৫- ৮০ বছর। বাংলা বোঝার ক্ষমতা থাকতে হবে। ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। কম্পিউটার অথবা স্মার্ট ফোন থাকতে হবে। কেবলমাত্র জাপানে বসবাসকারিদের জন্য। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ২৫ জন নেয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ-
১) আবেদনের শেষ তারিখ- ১০ মে , ২০২৪
২) প্রাথমিক নির্বাচন -১২ মে ২০২৪
৩) ফি জমা- ১৫ মে ২০২৪
৪) চূড়ান্ত নির্বাচন ১৬ মে ২০২৪
৫) ক্লাস শুরু হবে- ২১ শে মে থেকে।
৬) ক্লাসের তারিখ-
মে ২১, ২৪, ৩১
জুন ৪, ৭, ১১, ১৪, ২১, ২৫, ২৮
জুলাই ২, ৫, ৯, ১২, ১৬, ১৯, ২৩, ২৬, ৩০
আগস্ট ২, ৬, ৯


এই উদ্যোগটি সফলভাবে পরিচালনা করার জন্য দুটো প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। সোশ্যাল বিজনেস একাডেমিয়া নেটওয়ার্ক, জাপান এবং সানরিন নিহোনগোনো গাক্কো, বাংলাদেশ। ওনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। প্রশ্ন থাকলে এখানে যোগাযোগ করুন।
sanringakkou@gmail.com

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2023. All Rights Reserved.
Built with care by Pixel Suggest