নিউজ ডেস্ক, জাপান: আজ (০৫ মে ২০২৪) জাপানের সাইতামার ওমিয়া দাই-সান পার্কে এক বর্ণিল ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। জাপানে বসবাসরত ঢাকাবাসীসহ প্রবাসী বাংলাদেশীগণের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।
জাপানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব শাহাবুদ্দিন আহম্মদ আজ দুপুরে উৎসবের শুভ উদ্বোধন করেন।
এসময় মান্যবর রাষ্ট্রদূতের সহধর্মিনী মিসেস শাহিনা আক্তার উপস্থিত ছিলেন। দুতাবাসের ইকোনমিক মিনিস্টার জনাব সৈয়দ নাসির এরশাদ ও দূতালয় প্রধান জনাব শেখ ফরিদসহ জাপানের রাজধানী টোকিও এবং এর আশপাশ এলাকায় বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী এ উৎসবে অংশগ্রহণ করেন। আয়োজক কমিটির পক্ষ হতে জনাব কামাল উদ্দিন টুলু মান্যবর রাষ্ট্রদূতসহ আমন্ত্রিত অতিথিবৃন্দকে স্বাগত জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত বলেন, ঘুড়ি উড়ানো একটি পরিবেশবান্ধব বিনোদনমূলক খেলা। ঘুড়ি উৎসবে ছোট-বড়, ধনী-দরিদ্র ও দল-মত নির্বিশেষে অপার আনন্দ লাভ করে। এ ধরনের বিনোদনমূলক সার্বজনীন উৎসব আয়োজনে দূতাবাসের নিরন্তর উৎসাহ অব্যাহত থাকবে মর্মে রাষ্ট্রদূত উল্লেখ করেন।
আনুষ্ঠানিক সূচনার পর শিশু-কিশোরসহ বড়রাও ঘুড়ি ওড়ানো, গানবাজনা এবং আড্ডা ও হৈ-হল্লায় মেতে ওঠেন। অনুষ্ঠানের পরবর্তী অংশে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাঁঠাল পাতার (দাউনা) বিরিয়ানি দিয়ে অংশগ্রহণকারীগণকে আপ্যায়ন করা হয়।
Leave a Reply