1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :

শাকিব খানের ‘তুফান’ টিজারে খুবি শিক্ষার্থী দৃপ্তর কণ্ঠের ঝড়

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

বিনোদন, ডেস্ক: ‘যদিও আগে থেকেই জানতাম আমার গাওয়া কোরাসটুকু আসবে, তারপরও প্রথম গান বলেই হয়তো, মনে একটা অজানা ভয় কাজ করছিল। ৭ মে বিকেলের দিকে যখন তুফান-এর টিজারটি মুক্তি পেল, আর টিজারের শেষে নিজের কণ্ঠ শুনতে পেলাম, মনে হলো দুনিয়ার সব আনন্দ যেন আমার হাতে ধরা দিয়েছে।’

বলছিলেন শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমার টিজারের ‘প্রলয়ের তুফান’ অংশে কণ্ঠ দেওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যব্রত দৃপ্ত। সিনেমাটি এখনো মুক্তি না পেলেও, খুবির এই শিক্ষার্থী প্রথমবার প্লেব্যাক দিয়ে বাংলা সিনেমায় পদার্পণ করে ফেলেছেন।

গত মঙ্গলবার বিকেলে যখন সবার আলোচনা চলছিল ‘তুফান’ সিনেমার টিজার নিয়ে, তখন খুলনা বিশ্ববিদ্যালয়ে বয়ে যাচ্ছিল এক আনন্দের ঢেউ। টিজারের শেষ অংশটুকু দেখে খুবি শিক্ষার্থীরা নিশ্চিত হয়ে গেছেন, আরো দুই শিল্পীর সঙ্গে দৃপ্তর কণ্ঠও যে সমানভাবে খেলবে সিনেমাটির টাইটেল গানে। সাম্যব্রত দৃপ্ত বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনে চতুর্থ বর্ষে অধ্যায়ন করছেন। সঙ্গীতের সঙ্গে তার পথচলা ছোটবেলা থেকেই। ২০১৩ সালের দিকে তিনি লক্ষ্য স্থির করেন, প্লেব্যাক করবেন। সেই থেকে লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত চর্চা চলতে থাকে তারা। আগ্রহের জায়গা থেকে তিলে তিলে তৈরি করে ফেলেন নিজের মিউজিক স্টুডিও। ইউটিউব দেখে ক্রমে শিখে ফেলেন স্টুডিওর কাজ। সেখানে জনপ্রিয় সব গানের কভার করে স্পটিফাইয়ে নিজের পেজে দিতে শুরু করেন। একসময় সেখানে সাম্যর শ্রোতার সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে যায়। সেই সঙ্গে বিভিন্ন মিডিয়া হাউস থেকে কাজের সুযোগ আসতে শুরু করে তার কাছে।

‘তুফান’ সিনেমায় কাজের সুযোগ বিষয়ে দৃপ্ত বলেন, ‘স্পটিফাইয়ের কাজের সুবাদে ২০২১ সালে সঙ্গীত পরিচালক নাভেদ পারভেজের সঙ্গে আমি ফেসবুকে যুক্ত হওয়ার সুযোগ পাই। সেই থেকে তার সব পোস্ট অনুসরণ করতাম। কিছুদিন আগে তিনি পোস্ট করেনÑ নতুন একটি গানের জন্য নতুন কণ্ঠ খুঁজছেন তিনি। সেখানে আমি আগ্রহ প্রকাশ করি। গানটি গেয়ে পাঠালে নাভেদ পারভেজ আমার কণ্ঠ পছন্দ করেন। গত এপ্রিলের শেষের দিকে তিনি আবার আমার সঙ্গে যোগাযোগ করেন সিনেমার একটি গানের কোরাস করে দেওয়ার জন্য। আমি কোরাসটি করে পাঠালে তিনি আমাকে অভিনন্দন জানান প্রথম সিনেমা ডেবুটের কথা বলে।’

সাম্য দৃপ্ত বলেন, ‘আমার কাছে সবকিছু কেমন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছিল। এরপর ৭ মে যখন “তুফান” সিনেমার টিজারে নিজের কণ্ঠ শুনলাম, তখন সবকিছু পরিষ্কার হয়ে গেল। এ জন্য আমি নাভেদ পারভেজ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। আরেকটি বিষয় জানিয়ে রাখা ভালো, গানটির কোরাস অংশটুকু আমার গাওয়া। এছাড়া গানে র‌্যাপ ও গায়কীর ভূমিকায় আরো দুজন রয়েছেন।’

টিজার দেখার পর পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কে সিনেমার এই নব্য গায়ক বলেন, ‘বাবা-মা তো অবশ্যই খুব খুশি। বিশেষ করে মা একটু বেশিই খুশি। আর বাবা তো বাবার মতোই, খুশিকে লুকিয়ে রেখে পড়াশোনাতেই প্রথম মনোযোগ দেওয়ার কথা বলেন আরকি। আশপাশের মানুষজনও খুব খুশি।’

দৃপ্তর সাফল্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে যেন আরেক তুফান বয়ে গেছে। তার সহপাঠী ফোরকান বলেন, ‘দৃপ্ত গানের জগৎটাকে কতটা ভালোবাসে, সেটা আমরা যারা ওর আশপাশে থেকে দেখেছি, তারা খুব ভালো করেই জানি। তবে সে এই বয়সেই এত বড় একটা জায়গায় পৌঁছে যেতে পারবে, সত্যি বলতে, এটা আমরা কল্পনা করতে পারিনি। আজকে তার সাফল্য খুবি শিক্ষার্থীদের নিজেদের সাফল্যের মতো আনন্দ দিচ্ছে। আমরা মন থেকে চাই দৃপ্তর এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক।’

দৃপ্তর খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন বলেন, ‘খবরটা শোনার পর থেকেই আমার এত খুশি লাগছিল, যে আমি বাড়িতে গিয়ে সবাইকে একবার করে টিজারটি দেখিয়েছি। ক্লাসেও দেখেছি, দৃপ্ত খুবই শান্ত ও ভদ্র স্বভাবের একজন ছেলে। তার এই অর্জন শুধু গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনেরই নয়, বিশ্ববিদ্যালয়ের একটি অর্জন বলে আমি মনে করি। ডিসিপ্লিনের পক্ষ থেকে তার জন্য শুভকামনা রইল৷’

আগামীর পরিকল্পনা সম্পর্কে উদীয়মান গায়ক দৃপ্ত জানান, কিছু কাজ (গান) ইতিমধ্যেই করে ফেলেছেন, সেগুলো মুক্তি দেওয়ার অপেক্ষায় আছেন। ভালো কিছু মিডিয়ার কাজ হাতে আছে, সেগুলো ঠিকঠাকভাবে করে ফেলতে চান। আর দূর ভবিষ্যত সম্পর্কে বলতে তিনি সৃষ্টিকর্তার আশীর্বাদের ওপর আস্থা রাখছেন। কাজ করে গেলে সৃষ্টিকর্তা ভালো কিছু দেবেন বলেই তার বিশ্বাস।

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ওটিটি প্ল্যাফর্ম চরকি, এসভিএফ ও আলফা-আই আসন্ন ঈদুল আজহায় দুই দেশে মুক্তি দিতে যাচ্ছে ‘তুফান’ সিনেমাটি। সেখানে শাকিব খান ছাড়াও আরো অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তীসহ অন্যরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest