নিউজ ডেস্ক, ঢাকা: সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমবার চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে নোঙর করবে।
জাহাজটি এখন বাংলাদেশের জলসীমায় বঙ্গোপসাগরে চট্টগ্রাম বন্দর অভিমুখী যাত্রায় চলমান রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।
কেএসআরএম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এস আর শিপিং সূত্র জানায়, সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার পর জাহাজটি গত ২২ এপ্রিল দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে নোঙর করে। ওই বন্দরে জাহাজে থাকা কয়লা খালাস করা হয়।
এরপর ২৭ এপ্রিল জাহাজটি বাংলাদেশগামী পণ্য লোড করতে ইউএইর মিনা সাকার বন্দরে পৌঁছায়। সে বন্দর থেকে ৫৬ হাজার টন চুনা পাথর লোড করে ৩০ এপ্রিল বিকেলে এমভি আবদুল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নিরবিচ্ছিন্নভাবে ১০ দশমিক ৫ নটিক্যাল মাইল গতিতে চলে জাহাজটি শনিবার বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে।
এমভি আবদুল্লাহ সোমবার সন্ধ্যা নাগাদ চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গর বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে নোঙর করতে পারে। সেখানেই জাহাজে থাকা চুনাপাথর খালাস করা হবে বলে জানিয়েছে জাহাজের মালিক প্রতিষ্ঠান। জাহাজে সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিকের সবাই অবস্থান করছেন। তারা সবাই সুস্থ রয়েছেন।
Leave a Reply