নিউজ ডেস্ক, ঢাকা: মান্যবর রাষ্ট্রদূতের নির্দেশক্রমে প্রথম বারের মত বাংলাদেশ দূতাবাসের একটি ভ্রাম্যমান কন্স্যুলার টিম ১৮-১৯ মে ২০২৪ আইচি প্রিফেকচারে প্রবাসী বাংলাদেশীদের কন্স্যুলার সেবা প্রদান করে।
সেখানে বসবাসরত বাংলাদেশীদের সার্বিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দূতাবাসের সেবা প্রদান কার্যক্রমকে সহজ ও সাফল্যমণ্ডিত করেছে। ভ্রাম্যমান টিমের অভিজ্ঞতার আলোকে এই সেবা কার্যক্রমকে আরও বিস্তৃত পরিসরে অন্যান্য শহরেও পরিচালনা করা হবে। এই বিষয়ে আপনাদের যেকোনো পরামর্শ দূতাবাসে ইমেইল করতে পারেন (consular.bdembjp@mofa.gov.bd)।
সেই সাথে আইচি প্রিফেকচারের প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনদের তাদের আন্তরিক সহযোগিতার জন্য দূতাবাসের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হল। প্রবাসী বাংলাদেশীদের কন্স্যুলার সেবা প্রদানের এই ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যহত থাকবে।
Leave a Reply