নিউজ ডেস্ক, ঢাকা: ভর্তুকি মূল্যে জুন মাসের পণ্য আজ থেকে বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারা দেশের ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের ভোক্তার কাছে এই পণ্য বিক্রি করা হবে।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিসিবি। এতে বলা হয়, রবিবার সকালে রাজধানীর পল্লবীর প্যারিস রোডসংলগ্ন শেখ ফজলুল হক মনি খেলার মাঠে উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
এ দফায় ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্যতেলের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে।
Leave a Reply