তোমাকে খুঁজেছি
মোহাম্মদ মেহেদী হাসান
—————————————
কত সহস্রবার তোমাকে খুঁজলাম।
প্রতি সেকেন্ডের মাঝে মাঝে, সময়ের ভাঁজে ভাঁজে।
তোমাকে খুঁজেছি পথে পথে, প্রতি পদে,
তোমাকে খুঁজেছি খাবার টেবিলে প্লেটের ভিতর সাদা ভাতে।
তোমাকে খুঁজেছি চেনা- অচেনা অলিগলি, এ পাড়াতে, ও পাড়াতে,
তোমাকে খুঁজেছি স্বপ্নের ঘোরে প্রতিরাতে।
তোমাকে খুঁজেছি খাঁ খাঁ করা রোদ্দুরে,
তোমাকে খুঁজেছি সেদিন ভীড়ের মধ্যে চোখ গিয়েছিলো যদ্দুরে।
খুঁজেছি তোমায় অমাবস্যা, পূর্ণিমার পূর্ণ তিথিতে,
তোমাকে খুঁজেছি অশান্ত নদীর খ্যাপা স্রোতে।
খুঁজেছি তোমায় কত শত, সহস্র নারীতে,
তোমাকে খুঁজেছি ফেইসবুকের ঐ সাদা নীল ডাইরিতে।
তোমাকে খুঁজেছি গোধূলিতে লালে,
আরো খুঁজেছি তোমায় শুভ, সংকট কালে।
তোমাকে খুঁজেছি ঐ আসমানের নীলে।
খুঁজেছি তোমাকে পদ্ম ফোটা ঝিলে।
তোমাকে খুঁজেছি তপ্ত রাজপথে,
খুঁজেছি তোমায় কখনো শূন্য, কখনো পূর্ণ হাতে।
তোমাকে খুঁজেছি বার মাস ঘাস ফড়িং এ,
তোমাকে খুঁজেছি রোজ রাতের ঐ জোনাকিতে,
খুঁজেছি তোমায় আরো প্রজাতির রঙ্গিনে।
তোমাকে খুঁজেছি শেষমেশে,
লাল শাড়িতে মধুমাসে বধুবেশে।
হৃদযন্ত্রের প্রত্যেকটি কম্পন সাক্ষী।
তোমাকে হন্যে হয়ে খুঁজেছি।
প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
Leave a Reply