নিউজ ডেস্ক, জাপান: জাপানের কানসাইয়ে হতে যাচ্ছে জাপান বাংলাদেশী কমিউনিটির এক বিশাল ক্রিকেট টুর্নামেন্ট
বাঙ্গালী আর বাঙ্গালীর ক্রিকেট প্রেম যেন এক সুত্রেই গাঁথা! তারই প্রয়াসে জাপানের কোবে সিটি’তে কোবে স্পোর্টিং ক্লাবের উদ্দ্যোগে আসছে আগামী ৮ই জুন,২০২৪ইং (রোজ:শনিবার) হতে যাচ্ছে কানসাই অঞ্চলের সবচেয়ে বড় একদিনের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট KPL
উক্ত টুর্নামেন্টে জাপানে অবস্থিত এর কানসাই এরিয়ার তিনটি শক্তিশালী দল অংশগ্রহন করবে!! কোবে স্পোর্টিং ক্লাব, ওসাকা স্পোর্টস একাডেমি, কিয়োটো স্পোর্টিং ক্লাব,
টুর্নামেন্টটি জাপানের কোবে শহরের মারুয়ামা পার্ক (নাদা) তে ৮ই জুন,২০২৪ইং তারিখ,রোজ শনিবার(সকাল ৭.০০ঘটিকা) হইতে অনুষ্ঠিত হইবে!!
উক্ত খেলায় বিজয়ীও রানার্স আপ দলসহ ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান দ্যা সিরিজ সহ আরো অনেক বিশেষ প্রাইজ মানি সব আকর্ষণীয় পুরষ্কার থাকবে বলে জানিয়েছে টুর্নামেন্ট কমিটি!!
Leave a Reply