নিউজ ডেস্ক, জাপান: জাপান প্রবাসীদের প্রিয় মুখ, মুন্সিগঞ্জ-বিক্রমপুরের সন্তান, মঞ্চমাতানো কন্ঠশিল্পী, স্বরলিপি কালচারাল একাডেমী জাপানের দীন ইসলাম বাবু (বাবু ঢালী)
ব্রেইন স্ট্রোক করে সাইতামার কোশিগায়া Dokkyo Hospital এ পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন।
ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন।
টোকিও বৈশাখী মেলার সমন্বয়ক, বাবু ঢালীর আকাল প্রয়াণ জাপান প্রবাসী কমিউনি্টির জন্য এক অপূরণীয় ক্ষতি।
দুই হাজার সালের প্রথম বৈশাখী মেলা, যখন ইকেবুকুরো নিশিগুচি পার্কে গ্লোবাল রিং ছিলো না, এমন কি একটা স্টেজও ছিলো না, তখন থেকেই তিনি মেলার সাথে ছিলেন।
মহান আল্লাহপাক রাব্বুল আলামিন মরহুম কে জান্নাতুল ফেরদৌস দান করুন(আমিন)। মরহুমের জানাজা আজ রাত ৭.৩০ মিনিটে সাইতামাকেন এর মিসাতো জামে মসজিদে অনুষ্ঠিত হবে। সবাইকে জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ রইল।
Leave a Reply