নিউজ ডেস্ক, জাপান: আজেকে আমার ক্লাসে প্রত্যেকজন স্টুডেন্টদের বিনামূল্যে MONSTER PAPILLON এ ফ্লেবারের পণ্যটি দিয়ে থাকে ,ছবিতে দেখা ছবিটি।
“যারা কঠোর অধ্যয়ন করে তাদের জন্য “Monster কোম্পানি থেকে উপহার স্বরুপ।
আমার ক্লাসের শিক্ষককে এ বিষয়ে কিছুই বলি নাই কারণ,জাপানে যেখানে একটি নির্দিষ্ট বয়স থেকে মদ খাওয়া যায়।
এ পণ্যটি শরীরের জন্য উপকারের চেয়ে কতটুকু ক্ষতিকর সে বিষয়ে আপনাদের জানার কথা।
ছবিতে দেখা Monster কোম্পানির পণ্য দেখেন নাই এরকম লোক খুবই কম রয়েছে এ পৃথিবীতে ,কারণ এটি বিশ্বের বেশিরভাগ দেশেই বিক্রি হচ্ছে ,এছাড়াও পণ্যর বিঙ্গাপনও রয়েছে বিশাল ভাবে।
পণ্যটি দেখেছেন কিন্তু এ পণ্য সম্পর্কে কতটুকু জেনেছেন চলেন আজকে জেনে নেওয়া যাক কিছু তথ্য।
১৮এপ্রিল ২০২২ইং তারিখে এ কোম্পানিটি শুরু হয়ে থাকে। Hansen Natural Company বর্তমানে Monster Beverage Corporation নামে রয়েছে। এ কোম্পানির 30.1% শেয়ার রয়েছে American energy drink market,তারপর বড় শেয়ার রয়েছে Red Bull কোম্পানির।
বাজারে বহু রকম স্বাদে নতুন নতুন ডিজাইনে বোতলের ক্যান আপনারা দেখতেছেন কিন্তু সব গুলোতেই কিন্তু Monster কোম্পানির Logo একই রয়েছে ,সাধারণত Logo তৈরি করা হয় কোম্পানির সেবা এবং পণ্যের উপর নির্ভর করে। আর সে Logo যদি কাস্টমার পড়তে পারে ,তাহলেতো আরো অনেক ভালো ,সহজেই ঐ পণ্য এবং কোম্পানির বিষয় সম্পর্কে ও জানতে পারবে।কিন্তু Monster এর Logo দেখলে আমরা সাধারণত পড়তে পারি না দেখে দ, যদি এটা পড়া যায়,তাহলে তো অনেক ভালো হয় ইংরেজি অক্ষর আপনার যদি পড়তে পারেন ,তাহলে Monster এর Logo ও পড়তে পারবেন। 666 এই সংখ্যাটি কি আপনি পড়তে পেরেছেন এটি তিন ভাবে বলতে পারেন, বাংলা উচ্চারণ করলে ,ছয়শ ছিষট্রি বা ছয় ছয় ছয় বা তিনটি ছয়।
চলুন কিভাবে Monster এর Logo কে আমি 666 বলতেছি ,এটি দেখতে তো মনে হচ্ছে ইংরেজি 777 তাহলে?
একটু বলি সেটা হলো ধরেন আপনি বাংলা লিখলেন ৬৬৬ তাহলে ইংরেজিতে যদি লিখি তাহলে হবে 666
কিন্তু Monster এর Logo তে তো বাংলায় ৬৬৬ লিখা নাই তাহলে?
Monster এর Logo তে লিখা আছে হিব্রু ভাষার হিব্রু সংখ্যা। হিব্রু সংখ্যা কে ইংরেজি অনুবাদ করলে ইংরেজি ভাষায় 666 তে পরিণত হবে।
যারা 666 সম্পর্কে জানেন না সার্চ করুন Google এ
হিব্রু সংখ্যা বলতে হিব্রু ভাষা এটা কোথাকার ভাষা?
একটি উত্তর-পশ্চিমা সেমিটিক ভাষা যা ফিলিস্তিন ও ইসরায়েলের রাষ্ট্রভাষা। এই ভাষায় মূলত ইস্রায়েলীয় ও সামারিতীয় রা কথা বলে। ২০১২ সালের একটি জরিপমতে বিশ্বে হিব্রু ভাষাভাষীর সংখ্যা ৯০ লাখ যার মধ্যে ৫০ লাখ ইসরাইলের বাসিন্দা।[৭] ঐতিহাসিকভাবে হিব্রুকে ফিলিস্তিনি ও তাদের পূর্বপুরুষদের ভাষা হিসেবে গণ্য করা হয়, যদিও তানাখে ভাষাটিকে ইব্রীয় নামে অবিহিত করা হয়নি। হিব্রু আফ্রো-এশীয় ভাষা-পরিবারের সেমিটীয় শাখার সদস্য। ভাষাটি একমাত্র কনানীয় ভাষা যা এখনও কথিত হয় এবং এটি কোনো মৃত ভাষার পুনরুজ্জীবিত হওয়ার একমাত্র সফল উদাহরণ। বাইবেলের পুরাতন নিয়ম তথা তোরাহের ভাষা হিব্রু।
20 শতকের প্রথম দিকের পকেট ঘড়িতে হিব্রু সংখ্যার ব্যবহার করা হয়ে থাকে( ইহুদি যাদুঘর, বার্লিন )।
মোঃ হাছান রাজা টোকিও,জাপান
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার
Leave a Reply