আন্তর্জাতিক ডেস্ক: জাপানের কিয়োটোতে বেড়ানোর পরিকল্পনা করে বিড়ম্বনার শিকার হয়েছেন এক ইসরায়েলি পর্যটক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়াস্বরূপ সেখানকার একটি হোটেল তার বুকিং বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে।
টোকিওতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস দাবি করছে, ইসরায়েলি ওই পর্যটক কিয়োটোর জনপ্রিয় হোটেল মেটেরিয়ালে রুম বুকিংয়ের পর সেখানকার একজন কর্মচারীর কাছ থেকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পেয়েছিলেন, যেখানে তাকে বলা হয় যে জুনের জন্য তার নির্ধারিত বুকিংটি ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতের প্রতিক্রিয়ায় বাতিল করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ওই ইসরায়েলি পর্যটক যে বার্তাটি পেয়েছিলেন, তাতে লেখা ছিল, ‘আমরা দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে, গাজায় চলমান সংঘাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সদস্যদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের কারণে আমরা বিশ্বাস করি যে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক থাকতে পারে এমন ব্যক্তিদের কাছ থেকে রিজার্ভেশন গ্রহণ করতে আমরা সক্ষম নই।’
অবশ্য জাপানি হোটেলটির ওই কর্মী কিসের ভিত্তিতে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে ওই পর্যটকের সম্পৃক্ততা আছে বলে সন্দেহ করেছিলেন, তা স্পষ্ট হওয়া যায়নি।
এদিকে হোটেল বুকিং বাতিল হওয়ার বার্তাটি পাওয়ার পর ইতোমধ্যে টোকিওতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে প্রাথমিক অভিযোগ করেছেন ভুক্তভোগী ইসরায়েলি পর্যটক। এছাড়া কিয়োটোর আরেকটি হোটেলে নতুন বুকিং নিয়ে নিজের পরিকল্পনা অনুযায়ী ভ্রমণও সম্পন্ন করেছেন তিনি। তবে, ইতোমধ্যে ইসরায়েলি পর্যটকের অভিযোগটি নিয়ে হোটেলটির বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি দূতাবাস।
ইসরায়েলি পর্যটকের বুকিং বাতিল করা হোটেল মেটেরিয়াল কর্তৃপক্ষকে কঠোরভাবে তিরস্কার করেছে কিয়োটো নগর কর্তৃপক্ষও। সেখানকার একজন প্রতিনিধি সিএনএনকে জানিয়েছেন, আইন লঙ্ঘন সম্পর্কে ওই হোটেল কর্তৃপক্ষকে অবহিত করার জন্য শহরের একজন প্রতিনিধি ব্যক্তিগতভাবে হোটেলটিতে গিয়েছিলেন।
Leave a Reply