নিউজ ডেস্ক জাপান: অবশেষে জাপান প্রবাসী বাংলাদেশী হিন্দু কমিউনিটিতে একটু আশার আলো দেখা যাচ্ছে। পূজা ও মন্দিরের অনুদানের লেনদেনের হিসাব বই না দেখানো সহ বিভিন্ন অনিয়মের কারণে বিগত দুই বছর ধরে হিন্দু কমিউনিটিতে বিবাদ চলছিল যার প্রভাব পড়েছিল গত সরস্বতী পূজাতে যেখানে বিগত দিনে আগত পূজারীবৃন্দের অধিকাংশই অনুপস্থিত ছিলেন। বিগত পূজাতে যেসকল কর্মীকে সকাল বেলা থেকেই পূজার মন্ডপে দেখা যেত তাদের অধিকাংশকেই পূজার অনুষ্ঠানে দেখা যায়নি।
অবশেষে পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং অক্টোবর ১, ২০২৩ তারিখে পূজা কমিটি বিলুপ্ত করে গঠিত পূজা উদযাপন টীমের টীম লিডার রতন বর্মণ মে ১৯, ২০২৪ তারিখে পূজা কমিটির সাধারণ সভা আহবান করেন। উক্ত সাধারণ সভায় উপস্থিত পূজা কমিটির ৩৩ জন সাবেক কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কানু গোপাল কুন্ডুকে সভাপতি ও রতন বর্মণকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যের পূজা কমিটির কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে এবং পূজা কমিটির গঠনতন্ত্র তৈরি করা হয়েছে।
উক্ত সাধারণ সভায় অক্টোবর ১, ২০২৩ তারিখের মিটিংয়ে পূজা কমিটি বিলুপ্ত ঘোষণার পর সাবেক উপদেষ্টামন্ডলীর নামে অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় করা সকল কার্যক্রমকে অবৈধ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সেই সকল বিতর্কিত কর্মকর্তাদের অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
জাপান প্রবাসী হিন্দু কমিউনিটি নতুন কমিটির কাছে কমিটির কার্যক্রমের জবাবদিহিতা এবং হিসাব-নিকাশের স্বচ্ছতা প্রত্যাশা করে।
নবগঠিত পূজা কমিটির কার্যনির্বাহী পরিষদ নিম্নরূপঃ
উপদেষ্টা পরিষদঃ
(ক) বিপ্লব সাহা (খ) স্বরূপ সাহা
পুরোহিত মন্ডলীঃ
(ক) অনিক ভট্টাচার্য্য (খ) মানিক চক্রবর্তী (গ) রনি সর্ববিদ্যা
কার্যনির্বাহী পরিষদঃ
১। সভাপতিঃ কানু গোপাল কুন্ডু
সহ-সভাপতিঃ (ক) তাপস সাহা (খ) বিকাশ সাহা
২। সাধারণ সম্পাদকঃ রতন বর্মণ
সহ-সাধারণ সম্পাদকঃ (ক) পার্থপ্রতীম ঘোষ (খ) অপু রায়
৩। সাংগঠনিক সম্পাদকঃ তপন ঘোষ
সহ-সাংগঠনিক সম্পাদকঃ (ক) প্রদীপ কুমার সাহা (খ) গৌতম রায় (টিটু)
৫। কোষাধ্যক্ষঃ ড. অতনু সাহা
সহ-কোষাধ্যক্ষঃ বিজয় সাহা
৬। সাংস্কৃতিক সম্পাদকঃ শুভজিৎ রায় (অভি)
সহ-সাংস্কৃতিক সম্পাদকঃ (ক) পপি ঘোষ (খ) মিতু রাণী দাস
৭। আপ্যায়ন সম্পাদকঃ মানিক সাহা
সহ-আপ্যায়ন সম্পাদকঃ (ক) বাবুল পাল (খ) নারায়ণ বণিক (গ) অজয় মহাজন
৮। মঞ্চ সম্পাদকঃ লিটন কুমার বর্মণ
সহ-মঞ্চ সম্পাদকঃ (ক) সুমন বর্মণ (খ) নাথুরাম বর্মণ (গ) তাপস বর্মণ
৯। প্রচার সম্পাদকঃ সুব্রত পাল
সহ-প্রচার সম্পাদকঃ (ক) কমল সাহা (খ) সঞ্জয় সাহা
সম্মানিত সদস্যমন্ডলী
(ক) ড. তপন পাল
(খ) নৃপেন চন্দ্র ঘোষ
(গ) সৌমেন বিশ্বাস
(ঘ) সুশান্ত বাড়ৈ
(ঙ) নিরঞ্জন বৈদ্য
(চ) উজ্জ্বল বণিক
(ছ) সুব্রত পাল
(জ) তপন কুমার দাস
(ঝ) অংকুর রায়
Leave a Reply