নিউজ ডেস্ক, জাপান: বেশ কয়েক মাস পর আবার শুরু হলো আড্ডা। আয়োজক আড্ডা টোকিও: একটি সৃজনশীল পাঠচক্র।
১৯৯৪ সালে গঠিত এই সংগঠনের পরিচালক কবি, সংগঠক, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব মোতালেব শাহ আউয়ুব প্রিন্স, পরিকল্পক প্রবীর বিকাশ সরকার।
আরও আড্ডারু ছিলেন এর প্রতিষ্ঠাতাসদস্য হিসেবে যেমন কবি ও গল্পকার সজল বড়ুয়া, কবি, গল্পকার ও অনুবাদক বিপুলকৃষ্ণ দাস, কবি, সাংবাদিক ও গবেষক বাবলু রহমান এবং সাংবাদিক ও সংগঠক আরিফুর রহমান মাসুদ ববি। তারা স্বদেশে প্রত্যাগত।
আজকের আড্ডা ছিল সাহিত্য নিয়ে। সাম্প্রতিককালে আমাদের নতুন লেখালেখি, গ্রন্থ প্রকাশ এবং ভবিষ্যৎ আড্ডার বিষয়বস্তু নিয়ে কতিপয়ের তুমুল আড্ডা। অংশগ্রহণ করেন পরিচালক মোতালেব শাহ আউয়ুব, পরবাস কাগজ সম্পাদক কাজী ইনসানুল হক, সাংবাদিক, লেখক ও সংগঠক রাহমান মনি এবং বিশিষ্ট পাঠক ও সংগঠক আবুল মনসুর চৌধুরী জুয়েল।
আড্ডা পরিচালনা করেন প্রবীর বিকাশ সরকার।
জুলাই মাসের ২১ তারিখ রোববার আমাদের পরবর্তী আড্ডা অনুষ্ঠিত হবে। শিরোনাম: ফিরে দেখা টোকিও আড্ডা এবং আড্ডাকর্মের সচিত্র ইতিহাস প্রদর্শনী।
Leave a Reply