নিউজ ডেস্ক, জাপান: দুর্বল ইয়েন, বিতরণ খরচ এবং অন্যান্য কারণে জুলাই মাসে ৪১১টি খাদ্য ও পানীয় দ্রব্যের দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
বেসরকারি গবেষণা সংস্থা তেইকোকু ডেটাব্যাঙ্ক জাপান জুড়ে ১৯৫টি প্রধান খাদ্য ও পানীয় প্রস্তুতকারকদের উপর জরিপ পরিচালনা করেছে।
মূল্যবৃদ্ধি ঘটা পণ্যের প্রায় অর্ধেকই অ্যালকোহলযুক্ত পানীয় এবং আমদানি করা ওয়াইন, হুইস্কি এবং কফি জাতীয় পণ্য। পাউরুটির দামও বাড়বে এবং এর পাশাপাশি কোকো বিনের দাম বৃদ্ধির কারণে চকোলেট পণ্য ও স্ন্যাকসের মূল্যও বাড়বে।
এই বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ১০ হাজার ৮৬টি খাদ্যপণ্যের দাম বাড়তে যাচ্ছে। এই নিয়ে টানা তৃতীয় বছর ধরে এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাচ্ছে।
বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর একটি বড় অংশ উপকরণ এবং বিতরণের উচ্চ ব্যয়ের উল্লেখ অব্যাহত রেখেছে। প্রায় ৩০ শতাংশ দুর্বল ইয়েনের কথা বলেছে, যা গত বছরের একই সময় থেকে ১৮ শতাংশ বেশি। আর প্রায় ২৬ শতাংশ, মূল্যবৃদ্ধির কারণ হিসেবে কর্মী সংক্রান্ত ব্যয়বৃদ্ধির উল্লেখ করেছে, যা এক্ষেত্রে প্রায় ১৭ শতাংশ বৃদ্ধি।
গবেষণা সংস্থাটির ভাষ্যানুযায়ী, ইয়েনের আরও অবমূল্যায়নের কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় আরও কিছু পণ্যের দর আবারও বৃদ্ধি পাচ্ছে। তাদের ধারণা অনুযায়ী, বছরের শেষ নাগাদ প্রায় ১৫ হাজার খাদ্য সামগ্রীর দাম বাড়বে।
Leave a Reply