নিউজ ডেস্ক, জাপান: আজ বুধবার ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো নতুন ব্যাংকনোট বা কাগুজে মুদ্রা বাজারে ছেড়েছে জাপান।
সকালে টোকিওর নিহোনবাশিতে ব্যাংক অব জাপান বা বিওজে’র প্রধান কার্যালয়ে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিওজে গভর্নর উয়েদা কাযুও বলেছেন যে ব্যাংকটি আজ ১.৬ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৯.৯ বিলিয়ন ডলার মূল্যের নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে৷
সকাল ৮টার কিছুক্ষণ পর কেন্দ্রীয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে নতুন নোটের কয়েকটি ব্যাচ হস্তান্তর করে। অনেক আর্থিক প্রতিষ্ঠান বুধবার নির্ধারিত কিছু শাখার মধ্যেই নতুন নোটের পরিচালনা সীমিত করবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন ১০ হাজার ইয়েনের নোটের উপর একজন ব্যবসায়ী শিবুসাওয়া এইইচির মুখের ছবি রয়েছে, যিনি আধুনিক জাপানি অর্থনীতির জনক হিসেবে সুপরিচিত। তিনি প্রায় ৫শ ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু বা বিকাশের সাথে জড়িত ছিলেন।
নতুন ৫ হাজার ইয়েনের নোটে রয়েছে ৎসুদা উমেকোর ছবি, যিনি শিক্ষার জন্য বিদেশে যাওয়া প্রথম জাপানি নারীদের মধ্যে অন্যতম।
নতুন ১ হাজার ইয়েনের নোটে একজন ব্যাকটেরিয়া বিশেষজ্ঞ কিতাসাতো শিবাসাবুরোর একটি প্রতিকৃতি রয়েছে, যিনি টিটেনাসের নিরাময় উদ্ভাবন করেছিলেন।
সর্বশেষ নতুন এই ডিজাইনে, জাল করা আরও কঠিন করার জন্য ব্যাংকনোটগুলোতে একেবারে নতুন হলোগ্রাম প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে৷ জাতীয় মুদ্রণ ব্যুরো জানিয়েছে যে, সারা বিশ্বে এই প্রথম ব্যাংকনোটে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
Leave a Reply