নিউজ ডেস্ক, জাপান: জাপানের সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো দেশের বিলুপ্ত ইউজেনিক সুরক্ষা আইনকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে। উল্লেখ্য, এই আইনের অধীনে প্রতিবন্ধী ব্যক্তিদের বন্ধ্যাত্বকরণের অস্ত্রোপচার করতে বাধ্য করা হয়েছিল।
উল্লেখ্য, জোরপূর্বক বন্ধ্যাত্বকরণের শিকার হওয়া ব্যক্তিরা, এই বৈষম্যমূলক আচরণকে অসাংবিধানিক হিসেবে যুক্তি তুলে ধরে জাপান জুড়ে মামলা দায়ের করেছিলেন এবং রাষ্ট্রীয় ক্ষতিপূরণ চেয়েছিলেন।
আজ বুধবার, সুপ্রিম কোর্টের গ্র্যান্ড বেঞ্চ সাপ্পোরো, সেন্দাই, টোকিও এবং ওসাকার হাইকোর্টের পাঁচটি রায়ের উপর নিজস্ব সিদ্ধান্ত দিয়েছে।
সভাপতি বিচারক তোকুরা সাবুরো বিলুপ্ত আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করেন এবং চারটি মামলায় ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেন।
অন্যদিকে, উচ্চ আদালতের বাদীর দাবি খারিজ করে দেয়া সেন্দাইয়ের মামলাটিকে আবার নিম্ন আদালতে ফেরত পাঠানো হয়েছে।
ইউজেনিক সুরক্ষা আইনটি ১৯৯৬ সালে বাতিল না হওয়া পর্যন্ত ৪৮ বছর ধরে কার্যকর ছিল।
এতে চিকিৎসকদের মানসিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রজনন ক্ষমতা অপসারণের অনুমতি দেয়া হয়েছিল।
রাষ্ট্রপক্ষ অবশ্য এই যুক্তি তুলে ধরেছিল যে অস্ত্রোপচারের পর অতিবাহিত হওয়া দীর্ঘ সময়ের কারণে ক্ষতিপূরণের দায় তাদের উপর বর্তায় না।
Leave a Reply