নিউজ ডেস্ক, ঢাকা: দু’দিনের সফরে আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পিতৃভূমিতে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যাকে স্বাগত জানাতে প্রস্তুত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। প্রধানমন্ত্রীকে এক পলক দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
টুঙ্গিপাড়া উপজেলা সদরসহ আশপাশের এলাকা তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। রাস্তার দু’পাশ লাল নীল, সবুজ হলুদসহ বর্ণিল পতাকা দিয়ে সাজানো হয়েছে। নেতাকর্মীর মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আজ সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স সাজানো হয়েছে বর্ণিল সাজে। টুঙ্গিপাড়াসহ জেলার সর্বত্র নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে ভাষণ দেবেন আজ। অনুষ্ঠান শেষে বিকেলে তিনি সড়ক পথে টুঙ্গিপাড়া রওনা করবেন।
আগামীকাল শনিবার বঙ্গবন্ধুর বাল্যকালের বিদ্যাপীঠ গিমাডাঙ্গা-টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর ‘এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক’ অ্যালবামের মোড়ক উম্মোচন করবেন। বিতরণ করবেন শিক্ষা উপকরণ। পরে নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন। বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে আবারও শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান জানান, বঙ্গবন্ধুকন্যার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য নেতাকর্মী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে সব প্রস্তুতি শেষ হয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে উৎসবমুখর ও নিরাপদ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিরাপত্তা সমন্বয় সভা করেছেন বলে জানান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের বলেন, সফরে প্রধানমন্ত্রী নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। টুঙ্গিপাড়ায় বইছে আনন্দের বন্যা।
Leave a Reply