নিউজ ডেস্ক, জাপান: অ্যানিমেশন জগতে বাংলাদেশের অবস্থান হাঁটি হাঁটি পা পা হলেও বিশ্ব অ্যানিমেশনে জাপানের অবস্থান আকাশ ছোঁয়া। আর সেখানেই এবার বাজিমাত করলেন বাংলাদেশি এক তরুণ।
চার বার অস্কার শর্ট লিস্টেড ফিল্মমেকার সায়েম হক, প্রথম বাংলাদেশি-আমেরিকান ‘ক্রিয়েটিভ এক্সিকিউটিভ’ হিসেবে কাজ শুরু করছেন জাপানের ‘ডার্ট স্ট্যাজিওতে’। জাপানের অ্যানিমে ইন্ডাস্ট্রিতে বাজিমাত বাংলাদেশি তরুণ সায়েমের
Leave a Reply