নিউজ ডেস্ক, জাপান: গত ২০ জুলাই ,শনিবার ‘জাপান বাংলা প্রেস ডট কম’ আয়োজিত ‘ফেস অব দ্যা ইয়ার-২০২৩’ বর্ষসেরা সম্মাননা অনুষ্ঠানটি অনিবার্য কারনবশত সাময়িক স্থগিত করা হয়।
জাপানের টোকিওর একটি অভিজাত হোটেলের লবিতে অনুষ্ঠান উপলক্ষে এক মতবিনিময় সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জিল্লুল হাকিমেকে অনুষ্ঠানের আয়োজক ‘জাপান বাংলা প্রেস ডট কম’ এর প্রধান সম্পাদক মোঃ সোলায়মান হোসেন সালমান, সম্পাদক ও প্রকাশক মাহবুবুর রহমান বাবু প্রধান অতিথির ক্রেস্ট প্রদান করেন।
সভায় মাননীয় মন্ত্রীর অনুজ ,বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন জাপান এর সাধারণ সম্পাদক জনাব নাসিরুল হাকিম উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ থেকে আমন্ত্রিত বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি।
সভার সিদ্ধান্ত মোতাবেক সুবিধাজনক সময়ে ‘ফেস অফ দা ইয়ার ‘ অনুষ্ঠান সম্পন্ন করা হবে এবং বাংলাদেশের জনপ্রিয় একটি বেসরকারি টিভি চ্যানেলে একটি স্বতন্ত্র অনুষ্ঠান হিসেবে প্রচারিত হবে।
Leave a Reply