নিউজ ডেস্ক, ঢাকা: ৪৪তম বিসিএসের সাধারণ ক্যাডারের তিন দিনের মৌখিক পরীক্ষার পর এবার ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষাও স্থগিত হতে যাচ্ছে। বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সোমবার সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে।
আগামী ২৮ আগস্ট থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পিএসসি সূত্র জানায়, প্রশ্ন মডারেশন, চলমান পরিস্থিতি ও আরো কিছু কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
Leave a Reply