নিউজ ডেস্ক জাপান: তাইফুন অ্যামপিল উত্তর দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে শক্তিশালী হয়ে উঠছে। এটি সম্ভবত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত পূর্ব ও উত্তর-পূর্ব জাপানের কান্তো এবং তোহোকু অঞ্চলের দিকে এগিয়ে আসবে।
আবহাওয়া কর্মকর্তারা ইযু দ্বীপপুঞ্জের লোকেদের বাড়িঘর ভেঙে পড়ার মতো শক্তিশালী বাতাসের বিষয়ে সতর্ক করছেন। তারা বলছেন যে এলাকায় ভারী বৃষ্টির মেঘের বলয় গড়ে উঠতে পারে, দুর্যোগের ঝুঁকি যা বৃদ্ধি করে দেয়। উচ্চ ঢেউ এবং ভূমিধসের বিরুদ্ধেও সতর্কতা অবলম্বনের জন্য লোকজনের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন।
অ্যামপিল শুক্রবার সকালে ইযু দ্বীপপুঞ্জে, শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কান্তো অঞ্চলে এবং এরপর তোহোকু অঞ্চলে আঘাত হানতে পারে।
কর্মকর্তারা টোকিও এলাকাসহ দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের জনগণকে শুক্র ও শনিবার তাইফুনের প্রভাব নিয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply