নিউজ ডেস্ক, ঢাকা: বিচারের আগেই কারো ওপর হামলার মতো ঘটনা বিচারকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। দাবি পূরণে অস্থির হওয়া যাবে না। দাবির জন্য চাপ দেওয়া যাবে না। বিচারের আগে আদালতে গায়ে হাত তুলে বিচারকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।
রোববার (২৫ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত ১৬ বছরের অনেক দুঃখ- কষ্ট আপনাদের জমা আছে। সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সব পথ বন্ধ হয়ে থাকবে। আপনাদের কাছে অনুরোধ আমাদের কাজ করতে দিন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদের দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নই। আইনসংগতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব।
Leave a Reply