আন্তর্জাতিক ডেস্ক: চীনের গুপ্তচর বিমান জাপানের আকাশসীমায় প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে টোকিও। আজ মঙ্গলবার তারা বলেছে, চীনের সামরিক বিমান যেভাবে তাদের আকাশসীমা লংঘন করেছে, তা কোনোভাবে মেনে নেয়া যায় না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
জাপানের সরকারি মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার চীনের সামরিক বিমানের আকাশসীমা লঙ্ঘনকে জাপানের নিরাপত্তার ক্ষেত্রে বিপদ বলেই দেখা হচ্ছে।
টোকিও জানিয়েছে, চীনের ওয়াই ৯ নজরদারি বিমান দুই মিনিটের জন্য তাদের আকাশসীমায় ছিল। তারা ফাইটার জেটগুলিকে প্রস্তুত করছিলেন। নাগাসাকি এলাকায় ড্যানজো দ্বীপের উপর দিয়ে চীনের বিমান উড়ে যায়।
হায়াশি বলেছেন,‘আমরা বিমানসীমা লংঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর এই প্রথম চীনের সামরিক বিমান আমাদের আকাশসীমা লংঘন করলো।’
তিনি জানিয়েছেন, ‘জাপানের কাছে চীনা সামরিক কার্যকলাপ বেড়ে গেছে, সরকার এটা খতিয়ে দেখছে। আকাশসীমা লংঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে জাপান প্রস্তুত।’
Leave a Reply