নিউজ ডেস্ক জাপান: দক্ষিণ-পশ্চিম জাপানের উপর দিয়ে উত্তর-পূর্ব দিকে ধেয়ে আসছে গ্রীষ্মমন্ডলীয় ঝড় সানসান। আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলছেন যে এটি সপ্তাহান্তে দেশের অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো বাতাস বয়ে আনবে।
শুক্রবার বিকেলে, সানসান ঘন্টায় ১৫ কিলোমিটার বেগে শিকোকু অঞ্চলের এহিমে জেলা অতিক্রম করছিল।
এর প্রভাব পড়ছে বিস্তৃত এলাকার উপর। ফুজি পর্বতের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত শিযুওকা শহরে গত তিন দিনে ৫শ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে৷ এটি ওই এলাকার মাসিক গড়ের প্রায় তিনগুণ৷
প্রবল বাতাস টোকিওর কেন্দ্রভাগের আশপাশ’সহ আরও পূর্বাঞ্চলেও ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে, ভূমিধস, তীব্র বাতাস, উপচে পড়া নদী এবং ঝড়ো জলোচ্ছ্বাসের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছেন আবহাওয়া কর্মকর্তারা।
Leave a Reply