1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগ

  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

নিউজ ডেস্কঢাকা: সাইনবোর্ড থেকে লাঙ্গলবন্দ ১৫ মিনিটের রাস্তায় সময় লেগেছে দেড়ঘণ্টা-এমন মন্তব্য করেছেন শুভ্রশ্যাম নামে কুমিল্লাগামী এক যাত্রী। কুমিল্লাগামী আরেক যাত্রী সুমাইয়া আক্তার বলেন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে বাসে উঠে মদনপুর যেতে ১০ মিনিটের রাস্তা। কিন্তু সময় লেগেছে এক ঘণ্টারও বেশি।

নোয়াখালীগামী নূসরাত ফারিয়া বলেন, ২ ঘণ্টা ধরে বাসে বসে আছি পরিবার-পরিজন নিয়ে। প্রচ- গরমে ঘেমে কাকভেজা হয়ে গেছি। আর ভালো লাগছে না। শুধু শুভ্রশ্যাম বা নূসরাত ফারিয়া নন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত কয়েকদিন ধরে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে যাত্রীরা নাকাল হচ্ছেন।

শুক্রবার ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। এছাড়া মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বাকি পথে যানবাহনগুলো ধীরে ধীরে চলাচল করতে দেখা গেছে।

এদিন সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে তীব্র যানজটের দৃশ্য চোখে পড়ে। দেখা যায়, তীব্র যানজটের কারণে জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। তাদের ১০ মিনিটের পথ পাড়ি দিতে এক ঘণ্টারও বেশি সময় লেগে যাচ্ছে। পাশাপাশি সকাল থেকে গরম থাকায় শিশু ও বৃদ্ধদের কষ্টের শিকার হতে হচ্ছে। সে সঙ্গে বাস ও ট্রাক চালকদেরও ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে বসে থাকতে হচ্ছে। হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই মো. আবু নাঈম সিদ্দিকী বলেন, মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় সকালে ফ্রেস কোম্পানির একটি গাড়ি বিকল হয়ে চট্টগ্রামমুখী লেনে যানজটের সূত্রপাত হয়। এতে শত শত বিভিন্ন যানবাহন উল্টোপথে প্রবেশ করার কারণে যানজট দীর্ঘ হতে থাকে। টিআই আবু নাঈম সিদ্দিকী আরো বলেন, যানজট নিরসনে আমরা হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছি।

হুমায়ুন কবীর নামের এক যাত্রী বলেন, জরুরি কাজের জন্য কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। এখন দেখি মহাসড়কে তীব্র যানজট। যানবাহন সামনে এগোনোর কোনো খবর নেই। তাই বাসায় ফেরত চলে যাচ্ছি।

শফিকুর রহমান নামের এক বাসচালক বলেন, গত কয়েকদিন ধরে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। আজ (গতকাল) ছুটির দিনেও একই অবস্থা। সাইনবোর্ড থেকে শিমরাইল আসতে ৬-৭ মিনিট লাগে। সেখানে আজ (গতকাল) যানজটের কারণে প্রায় ৫০ মিনিট সময় লেগেছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, সকাল ৭টার দিকে লাঙ্গলবন্দ এলাকায় মহাসড়কে একটি যান বিকল হয়ে যায়। পাশাপাশি রাত থেকেই ত্রাণের গাড়ি থেকে শুরু করে যানবাহনের চাপ বেশি থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এরই মধ্যে আমরা বিকল যানবাহনটি রেকারের মাধ্যমে মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি। যানজট নিরসনে আমাদের হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest