নিউজ ডেস্ক, জাপান: জাপান সরকারের শীর্ষ মুখপাত্র বলেছেন যে জাপানের জলসীমায় সামরিক জাহাজের অনুপ্রবেশের জন্য জাপান চীনের কাছে প্রতিবাদ জানিয়েছে এবং চীনা বাহিনীর গতিবিধির উপর কড়া নজর রাখবে।
চিফ ক্যাবিনেট সেক্রেটারি হাইয়াশি ইয়োশিমাসা সোমবার বলেন যে শনিবার কাগোশিমা জেলার কাছে জাপানের জলসীমায় চীনা সমীক্ষা জাহাজের প্রবেশের বিষয়ে জাপান বেইজিংয়ের কাছে প্রতিবাদ জানায়।
তিনি বলেন, জাপান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সেই দিনের মধ্যেই প্রতিবাদ জানানোর পাশাপাশি তীব্র উদ্বেগ প্রকাশ করে।
হাইয়াশি এও বলেন, গত ২৬শে আগস্ট নাগাসাকি জেলার সমুদ্রের উপরে জাপানের আঞ্চলিক আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশের পাশাপাশি চীনা নৌ-জাহাজগুলোর সাম্প্রতিক পদক্ষেপের ওপর ভিত্তি করেও এই প্রতিবাদ করা হয়।
হাইয়াশি বলেন, আকাশসীমা লঙ্ঘনের সাথে মিলিয়ে, চীনা সমীক্ষা জাহাজের সর্বশেষ পদক্ষেপের উদ্দেশ্য এবং অভিসন্ধি নিশ্চিতভাবে মূল্যায়ন করা কঠিন হবে। তবে তিনি এও বলেন যে চীন সাম্প্রতিক বছরগুলোতে জাপানের চারপাশে তাদের সামরিক তৎপরতা বাড়িয়ে নিচ্ছে।
তিনি বলেন, জাপান তীব্র উদ্বেগ সহকারে চীনের পদক্ষেপের উপর নিবিড় নজরদারি চালিয়ে যাবে এবং নিজেদের সতর্কতা ও নজরদারি কার্যক্রম সর্বাত্মকভাবে চালিয়ে যাবে।
Leave a Reply