1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :

ঢাবির উপ-উপাচার্য পদ থেকে সরানো হল সামাদকে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য পদ থেকে অধ্যাপক মুহাম্মদ সামাদকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুমোদনে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়, মুহাম্মদ সামাদকে উপ-উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে মূল পদে যোগদানের অনুমিত দেওয়া হল।

সাহিত্যাঙ্গনে কবি হিসেবে পরিচিত অধ্যাপক সামাদ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক। তিনি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বও পালন করছেন।

আওয়ামী লীগ সরকারের সময় ২০১৮ সালের ২৭ মে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ( প্রশাসন) পদে নিয়োগ পেয়েছিলেন তিনি। পরে ২০২২ সালে ফের চার বছরের জন্য উপ-উপাচার্য হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক সামাদের এই পদে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়েমা হক বিদিশা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন৷ অর্থনীতি বিষয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথ থেকে স্নাতকোত্তর ডিগ্রি ও ইউনিভার্সিটি অব নটিংহ্যাম থেকে পিএইচডি ডিগ্রি নেন।

৫ অগাস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর উপাচার্য, প্রক্টর, হল প্রাধ্যক্ষ ও ডিনদের পদত্যাগের হিড়িকের মধ্যে কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করলেও দায়িত্বে বহাল ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ।

২৭ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্যের দায়িত্ব পেয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

দায়িত্ব নেওয়ার পর গত বুধবার উপাচার্য সাতদিনের মধ্যে বিশ্ববিদ্যালের কাজ পুরোদমে শুরু করার আশ্বাস দিয়েছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2023. All Rights Reserved.
Built with care by Pixel Suggest