নিউজ ডেস্ক, ঢাকা: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে আকিজ-বশির গ্রুপের মালিকানাধীন জনতা জুট মিলে ভাঙচুর চালিয়েছে শ্রমিকরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মিলের ৩ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
শ্রমিকরা জানায়, গত কয়েকদিন ধরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে যাচ্ছে মিল শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার রাতে দাবি-দাওয়া নিয়ে শ্রমিক ও মিল কর্তৃপক্ষ আলোচনায় বসেন। পরে মালিক মালিকপক্ষ দাবি মেনে নিতে ১৫ দিন সময় চায়। আলোচনার শেষ পর্যায়ে বেশির ভাগ শ্রমিক বিষয়টি মেনে নিলেও কিছু শ্রমিক তা না মেনে মিলের ভেতরের প্রশাসনিক ভবনসহ কয়েকটি স্থানে হামলা ও ভাঙচুর চালায়।
এ বিষয়ে আকিজ বশির গ্রুপের মিলের ক্যাশিয়ার দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় প্রায় ৪৫ লাখ থেকে ৫০ লাখ টাকা ক্যাশের ভল্ট থেকে লুট হয়েছে।
মিলের জিএম মতিউর রহমান হামলা, ভাঙচুর ও লুট হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিল আপাতত বন্ধ রয়েছে। হামলায় ৩ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। পরে মালিকপক্ষের প্রস্তাব বেশিরভাগ শ্রমিক মেনে নিলেও কিছু দুষ্কৃতকারী (আসলে তাদের আমি শ্রমিক বলবো না) তারা উত্তেজিত হয়ে মিলের ভেতরে ভাঙচুর চালায়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Leave a Reply