নিউজ ডেস্ক, জাপান: দেশের পূর্ব-দক্ষিন অঞ্চলে স্মরণাতীত কালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় জাপান প্রবাসীদের পক্ষ থেকে টোকিও বৈশাখী মেলা কমিটি দশ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে।
এ উপলক্ষে ৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, টোকিও বৈশাখী মেলা কমিটির প্রধান সমন্বয়ক ড. শেখ আলীমুজ্জামান সচিবালয়ে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টার পক্ষে দায়িত্বরত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উপদেস্টা জনাব ফারুক ই আজম, বীর প্রতীক এর কাছে দশ লক্ষ টাকার একটি চেক হস্তান্তর করেন।
এই কার্যক্রমকে সফল করার জন্য সংশ্লিষ্ট জাপান প্রবাসীদের আন্তরিক ধন্যবাদ। দল-মত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীদের নিয়ে গঠিত টোকিও বৈশাখী মেলা কমিটি, জাপানে বাংলা নববর্ষ উদযাপনের পাশপাশি জাপান ও বাংলাদেশে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে নিয়োজিত।
২০০৭ সালে সাইক্লোন সিডর ও বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় জাপান প্রবাসীরা ৩০ লক্ষ টাকা এবং বস্ত্রসম্ভার প্রেরণ করেন। ২০১১ সালে জাপানের ফুকুশিমায় ঘটিত স্মরণাতীত কালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে দ্বাদশ টোকিও বৈশাখী মেলায় ১০ লক্ষ ইয়েন সংগ্রহ করে উপদ্রুত অঞ্চলে প্রেরণ করা হয়।
Leave a Reply