1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :

দিল্লি হয়ে ঢাকায় ডনাল্ড লু

  • আপডেটের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক, ঢাকা: অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনার জন্য প্রথম উচ্চ পর্যায়ের সফরকারী প্রতিনিধি দলের সদস্য হিসেবে ঢাকায় এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু, যিনি কয়েক বছর ধরে বাংলাদেশের রাজনীতি ও কূটনীতিতে বেশ আলোচিত কর্মকর্তা।

শনিবার বিকালে দিল্লি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের পরিচালক সামিয়া ইসরাত রনি।

সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিবৃতিতে এই তথ্য তুলে ধরে বলা হয়েছ, ডনাল্ড লুর সঙ্গে রয়েছন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চ।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে এর আগে শনিবার সকালে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যান।

অ্যামচেমের একটি প্রতিনিধি দলের সঙ্গে নেইম্যানদের বৈঠকের খবর দিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস।

দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রতিনিধি দলের সদস্যরা। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে তাদের।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্রের অর্থদপ্তর এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তারা ডনাল্ড লুর চেয়ে বেশি সময় বাংলাদেশে অবস্থান করবেন।

মার্কিন প্রতিনধি দলের সঙ্গে আলোচনায় অর্থ ও বাণিজ্যকে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের অগ্রাধিকার হচ্ছে, আর্থিক যে ব্যবস্থাটি আছে, বাণিজ্যিক প্রশ্ন আছে, সব কিছু নিয়ে আলাপ-আলোচনা করা।”

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার বিষয়ে এক প্রশ্নে বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, “আমি শুধু এটা বলতে পারি, এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের যেপ্রতিনিধি দল, তাদের আসার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ককে গুরুত্ব দেয়, তার একটা বড় প্রতিফলন।”

যুক্তরাষ্ট্রের এই দলে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সম্পৃক্ততার কথা তুলে ধরে তিনি বলেন, “কম্পোজিশনটা আপনারা দেখেছেন, সে কম্পোজিশন থেকে বোঝা যায়, এই আলোচনাটা বহুমাত্রিক হবে।

“এটা শুধু একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর সাথে সঙ্গতি রেখে আমরাও আমাদের দিক থেকে প্রস্তুতি নিচ্ছি। আমাদের টিমটাও ওই রকম থাকবে।”

ডনাল্ড লুর বিষয়ে বাংলাদেশসহ কয়েকটি দেশের আগ্রহের বিষয়ে এক প্রশ্নে ঢাকার এই কূটনীতিক বলেন, “সরকার চায় যে, সব দেশের সাথে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্কে যেতে, এটা আমার সাধারণ মন্তব্য হবে। আর প্রথম যে কথাটা আপনি বললেন যে, বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবে আন্তর্জাতিক বিষয়ের প্রতি তাদের আগ্রহআছে।

“এবং যে দেশে যখনই আন্তর্জাতিক প্রতিনিধি দল আসে, সেই প্রতিনিধি দল সম্পর্কে তাদের সদস্য, কী আলাপ-আলোচনা, এ সম্পর্কে সব সময় একটা আগ্রহ আছে। এটা পররাষ্ট্রনীতির প্রতি আমাদের দেশের জনগণের আগ্রহেরই প্রতিফলন।”

সফরে ঢাকার গুরুত্বে কী থাকবে, এমন প্রশ্নে সপ্তাহখানেক আগে পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়া জসীম উদ্দিন বলেন, “আমাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলব। সেটা বহুমাত্রিকই হবে।”

১০ সেপ্টেম্বর থেকে নয়াদিল্লি সফরে থাকা ডনাল্ড লুর বাংলাদেশ সফরের বিষয়ও কয়েকদিন আগে এক বিবৃতিতে তুলে ধরেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র।

ওই বিবৃতিতে তিনি বলেছিলেন, “ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিভিন্ন বৈঠকে আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু। এই প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের অর্থদপ্তর, ইউএসএআইডি, বাণিজ্য প্রতিনিধির দপ্তরের প্রতিনিধি থাকবেন।

“বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্র কীভাবে সহযোগিতা করতে পারে, তা নিয়ে আলোচনা করবেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কর্মকর্তারা।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest