1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :
সাম্প্রতিক :
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন: বিজেপির সুরে সরব কংগ্রেসও দেশের মানুষের জান-মাল এবং ইজ্জতের নিরাপত্তা নেই : জিএম কাদের অযৌক্তিক মন্তব্য না করে বাংলাদেশের উচিৎ হিন্দুদের অধিকার রক্ষা করা: দিল্লি নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে না পেয়ে ছোট ভাইকে গ্রেপ্তার রাজধানীতে ড. ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে একবার ডিসেম্বরে, একবার জুনে- ফাইজলামি বাদ দেন: দুদু জাপান সরকার যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনাকে অগ্রাধিকার দেবে: প্রধানমন্ত্রী ইশিবা শিল্পী কামরুল হাসান লিপুর তুলিতে জাপানে প্রথম মঙ্গল শোভাযাত্রা চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘চোর সন্দেহে পিটিয়ে মারা হলো যে মানুষটাকে’ – ওয়াসিক

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

চোর সন্দেহে পিটিয়ে মারা হলো যে মানুষটাকে’ শুনলাম সে নাকি মানসিক ভারসম্যহীন ছিলো।। সাথে ছিলো একসময়ের মেধাবী ছাত্র..ছিলো বাবা মায়ের স্নেহের সন্তান..ছিলো এক নিঃসঙ্গ প্রেমিকও…

পাথরঘাটার তোফাজ্জল; সর্বহারা মন্দভাগ্য মানুষটার নাম পরিচয় ।

শুনলাম লোকটা জীবন থেকে একে একে হারিয়েছে তার সব কিছুই, আর সে চোট তার সুস্থ মস্তিষ্কের পক্ষে নেওয়া সম্ভব হয়নি। নিঃস্ব-বিপর্যস্ত হয়ে পথে পথে হেটে বেড়াতো পাগল হয়ে…

এই প্রেমিক পাগল লোকটার থেকে প্রথমেই চুরি হয়েছিলো তার প্রেমিকা, মোহাব্বতের মানুষ ।। সে ভালোবেসেছিলো একই এলাকার চেয়ারম্যানের মেয়েকে। পূর্ণতা পায়নি সে প্রেম। মেয়েটার বিয়ে হয়ে যায়..

এ ছিলো তার হারানোর শুরু কেবল..

এরপর একে একে তার থেকে চুরি হয় তার বাবা মা দুজনেই! ওপারের ডাকে সাড়া দিয়ে চলে যান তারা..ছেলেটা মানসিক ভাবে আরো বিপর্যস্ত হয়ে পড়ে।।

এরপর পাগল ছোটভাই কে দেখার দায়িত্ব নেন তার বড়ভাই, পেশায় ছিলেন পুলিশের এস.আই..
এদিকে কথায় আছে-“অভাগা যেদিকে চায়, সাগর ও শুকায়ে যায়”…এই শেষ আশ্রয় বড় ভাই টাও তারপর চুরি হয়ে যায় তার..উনিও পাগল টাকে একা করে ওপারে চলে যান..

এরপর? এরপর আর কিছু কি ছিলো এই মানুষটার থেকে ছিনিয়ে নিতে পারতো তার’ জীবন? হু ছিলো.. সেটা খোদ তোফাজ্জলের ‘জীবন’…

মানুষটাকে গত রাতে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র নামধারী মনুষত্ব্যহীন কিছু জানোয়ার..

মারতে মারতে এক পর্যায়ে অচেতন উপক্রম হলে তাকে পানির ঝাপটা দিয়ে ডেকে তুলে’ খেতে দেওয়া হয় তার জীবনের শেষ ভাতের থালা। খাওয়ার সময় পাগল লোকটা বুঝেও নি তাকে এরপর পিটিয়ে মেরে ফেলা হবে ..”যে খেতে দেয় সে কি মেরেও ফেলে?”

কিন্তু না।। শেষ রক্ষা হয়নি তার।। চোর অপবাদে গ্যাসলাইট দিয়ে পায়ের পাতায় আগুন ধরিয়ে ,চোখের পাতা,ভ্রু কেটে দিয়ে পিটাতে পিটাতে তোফাজ্জলের থেকে তার জীবন টাও চুরি করে নিলো তার ই স্বজাতিরা- হায়েনার উল্লাসে.. সে উল্লাস যেন-“পাগল নষ্ট হবে কষ্ট পাবে,
তাতে কার কী বা আসে যাবে”

যেই মানুষটার থেকে ‘জীবন’ তার সবকিছু চুরি করে নিয়েছিলো, সেই মানুষটা মৃত্যুর আগে জেনে গেলো সে ই নাকি আসলে ‘চোর’…

এই নির্মম মৃত্যুই আজ তোফাজ্জলের মুক্তির খোঁজে পথে পথে নিরন্তর হেটে চলার শেষ পরিণতি ! তোফাজ্জল শেষমেষ হারিয়ে গিয়ে হয়তো মুক্তি পেলো সব হারানোর যন্ত্রণা থেকে…

প্রিয় তোফাজ্জল, আকাশের উজ্জলতম নক্ষত্র হয়ে জ্বলে থেকো আমাদের ক্ষমা করে দিয়ো…

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest