নিউজ ডেস্ক, ঢাকা: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লেখক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক দুই সংগঠন ‘বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন’ ও ‘বিশ্ববাংলা ফাউন্ডেশন’।
রোববার লন্ডন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী সরকারের কাছে তাকে ‘মুক্তি দেওয়ার’ আবেদন জানান তারা।
বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন ও বিশ্ববাংলা ফাউন্ডেশন মনে করে, রাজনৈতিক ও আদর্শিক প্রতিহিংসা ছাড়াও শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নিপীড়ন ও সহিংসতার শিকার বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে পিটিশন সংগঠিত করা থেকে বিরত রাখতে মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরকে আটক করা হয়েছে। তিনি আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং কনভেনশনে পারদর্শী। আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ দলের সামনে মানবাধিকার ভুক্তভোগীদের পক্ষে সক্রিয় হস্তক্ষেপ এবং ওকালতি থেকে সরিয়ে রাখতেই তাকে আটক করা হয়েছে।”
এ বিবৃতিতে স্বাক্ষর করেন মতিয়ার চৌধুরী ও শাহ মোস্তাফিজুর রহমান বেলাল।
সোমবার রাতে ঢাকার বনানী এলাকা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তারের তথ্য দেন তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।
Leave a Reply