1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :

ছাত্র ফেডারেশন ছাড়লেন ‘আন্দোলনের সমন্বয়ক’ উমামা

  • আপডেটের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক, ঢাকা: বামপন্থি ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে অব্যাহতি নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়া পোস্টে এই ঘোষণা দেন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব উমামা, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আলোচনায় আসেন।

ফেইসবুক পোস্টে উমামা লিখেছেন, “নতুন রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি উমামা ফাতেমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম।”

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেড় মাস অতিবাহিত হওয়ার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নতুন পালা দেখা যাচ্ছে। হঠাৎ ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকের দলীয় রাজনীতি সাময়িকভাবে বন্ধ রাখার সিন্ডিকেট সিদ্ধান্তের পর দেখা গেল ভিন্ন চিত্র। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠখ্যাত এই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত প্রকাশ্যে এসেছে ছাত্রশিবির।

এ নিয়ে আলোচনা মধ্যে উমামা ফেডারেশন ছাড়ার কথা বললেন। ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, “বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে আমার দীর্ঘদিনের পথচলা। এই জুলাই গণ-অভ্যুত্থানে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করছি। জুলাই গণঅভ্যুত্থান আমাদের অনেকের চিন্তা-চেতনার জগতকে যেমন পালটে দিয়েছে, তেমনই কাজের পরিসরও ব্যাপক মাত্রায় বিস্তৃত করেছে! লড়াইয়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে!”

পরিবর্তিত পরিস্থিতিতে, সময়ের প্রয়োজনে এবং সামগ্রিক বিবেচনায় তার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সম্পাদকের দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না জানিয়ে উমামা লিখেছেন, “তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সম্পাদক পদ থেকে অব্যাহতির আবেদন করি, যা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি কর্তৃক গৃহীত হয়েছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে আমার যাত্রা এখানেই সমাপ্ত হল।”

সংগঠনের জন্য শুভ কামনা জানিয়ে তিনি লিখেছেন, “আশা করি, ছাত্র ফেডারেশন দেশের আপামর ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সূচিত হওয়া নতুন বাংলাদেশের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে তার সাংগঠনিক কাঠামোতে আরও গভীরভাবে ধারণ করে সামনের দিকে আগুয়ান হবে!”

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে অব্যাহতি নিয়েছি। এ বিষয়ে দাপ্তরিক সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে।”

নতুন কোনো ছাত্র সংগঠনের দায়িত্বে তাকে দেখা যাবে কি না, জানতে চাইলে তিনি বলেন, “নতুন ছাত্র সংগঠনের সাথে যুক্ত হওয়ার বিষয়ে এখনও কিছু ভাবিনি। ভাবতে হবে, তারপর বলতে পারব। ”

ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক বলেছেন, “উমামা ফাতেমাকে সম্মানের সাথে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এ পদে সাকিবুর রনিকে পদায়ন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরমানুল বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী যাবতীয় কাজের প্রভাবে উমামা ফাতেমা সংগঠনের আদর্শকে প্রতিনিধিত্ব করতে পারছেন না বলে উমামা নিজেই অব্যাহতি নিয়েছেন।”

এখন এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব পদে নতুন মুখ সাকিবুর রনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest