নিউজ ডেস্ক, জাপান: টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড যৌথভাবে আজ ২৭ সেপ্টেম্বর দূতাবাসের মিলনায়তনে ‘বিটুবি ট্রাভেল টক’ শীর্ষক এক নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশি ও জাপানি ট্রাভেল কোম্পানির প্রতিনিধি এবং দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স শাহ আসিফ রহমান তার স্বাগত বক্তব্যে ভ্রমণপিপাসুদের জন্য বিশেষ আকর্ষণ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং বৈচিত্র্যময় সংস্কৃতির কথা তুলে ধরেন। তিনি জাপানি পর্যটকদের ‘অপরূপ বাংলাদেশ’ সফরে উৎসাহিত করার জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
পরে বাংলাদেশি ট্যুর অপারেটর বেঙ্গল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মাসুদ হোসেন বাংলাদেশের পর্যটন বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। ট্যুর প্ল্যানার্স লিমিটেডের স্বত্বাধিকারী ও পর্যটন খাতের বর্ষিয়ান উদ্যোক্তা ফরিদুল হক বাংলাদেশ ভ্রমণে জাপানি ভ্রমণকারীদের প্রত্যাশা বিষয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেন।
দূতালয় প্রধান শেখ ফরিদ বাংলাদেশের পর্যটন খাতের করণীয় ও সম্ভবনা বিষয়ে একটি বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপন করেন।
এরপর অংশগ্রহণকারী ও দূতাবাসের কর্মকর্তারা উমুক্ত আলোচনায় অংশ নেন।
দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সুস্বাদু দেশীয় খাবার দ্বারা আপ্যায়ন করা হয়।
Leave a Reply