জন্মগ্রহণ অশুভ নয়!
প্রত্যাবর্তন প্রসঙ্গে
প্র বি স
সুযোগ তো নয় ছেলের হাতের মোয়া!
ছিনিয়ে নেব, যায় কখনো খোয়া!
সুযোগ ছিল বহু তাহার হাতে
সব দিয়েছেন উজাড় করে পা-চাটাদের পাতে!
কী করেছেন তিনিই জানেন ভালো
হয়ত সেসব ভবিষ্যতে দেখাবে পথ, আলো!
আপাতত প্রাণ বেঁচেছে এটাই মহাসান্ত্বনা
ভুলের থেকে শিক্ষাগ্রহণ–মোটেই সেটা ভ্রান্ত না।
সত্যি যদি রাজনৈতিক মেধা থাকে তার
সুযোগ তৈরি করে নেবেন ঠিক ঠিক আবার!
Leave a Reply