1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :

গুলিবিদ্ধ বলিউড তারকা গোবিন্দ আইসিইউতে

  • আপডেটের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

নিউজ ডেস্ক, ঢাকা: গুলিবিদ্ধ হয়েছেন অভিনেতা গোবিন্দ। ভুলবশত তার লাইসেন্স করা রিভলবার থেকে গুলিবিদ্ধ হন তিনি। রিভলবার লক না থাকায় গুলি ছিটকে লাগে গোবিন্দার হাঁটুতে। গুরুতর আঘাত পেয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। চিকিৎসক গোবিন্দর পা থেকে গুলি বের করেছেন। এখন তার অবস্থা স্থিতিশীল।

জানা গেছে, গোবিন্দ বাইরে বেরোবার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তিনি তার লাইসেন্স করা রিভলবার পরীক্ষা করছিলেন। তখনই হঠাৎ মিসফায়ার হয়। গুলিবিদ্ধ হয়ে যন্ত্রণায় লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ তাকে মুম্বাইয়ের সিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ অভিনেতার অবস্থা নিয়ে কোনো মন্তব্য করেনি। তারা জানিয়েছে, গোবিন্দের পরিবার শীঘ্রই বিবৃতি দেবে।

পুলিস ঘটনাস্থলে পৌঁছে গোবিন্দর অস্ত্রটি নিজেদের হেফাজতে নেয়। কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করবে জানিয়েছে পুলিশ।

গোবিন্দ নব্বই দশকের সুপারস্টার। তিনি কমেডি চরিত্রে অভিনয়ের জন্যই জনপ্রিয়। গোবিন্দ অভিনেতা অরুণ ও অভিনেত্রী-গায়িকা নির্মলা দেবীর সন্তান। মিঠুন চক্রবর্তী অভিনীত “ডিস্কো ডান্সার” দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে গোবিন্দ জানিয়েছেন, সে সময় ক্যাসেট চালিয়ে নাকি ঘণ্টার পর ঘণ্টা নাচের অনুশীলন করতেন। একসময় ক্যামেরার সামনে অভিনয়ের সুযোগ পান। আশির দশকের মাঝামাঝি তার প্রথম ও দ্বিতীয় ছবি ‘ইলজাম’ ও ‘লাভ ৮৬’ মুক্তি পায়।

দুইটি ছবিই হিট হয়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি গোবিন্দকে। ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ১’, ‘হিরো নম্বর ১’, ‘সাজন চলে শশুরাল’-এর মতো সিনেমার মাধ্যমে নব্বই দশকের ব্যস্ত অভিনেতায় পরিণত হন। একসময় কংগ্রেসে যোগ দিয়েছিলেন গোবিন্দ। তবে চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে তিনি শিব সেনা দলে যোগ দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2023. All Rights Reserved.
Built with care by Pixel Suggest