1. editor1@japanbanglapress.com : editor1 :
  2. japanbanglapress@japanbanglapress.com : japanbanglapress :
  3. mdzahidulislam1000@gmail.com : zahid :

পুঁজিবাজার: দুইদিনে বাজার মূলধন কমল সাড়ে ১০ হাজার কোটি টাকা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

নিউজ ডেস্ক, ঢাকা: সরকার পতনের পর পুঁজিবাজারে ‘সংস্কারের’ আলোচনার মধ্যে টানা দরপতনে বিনিয়োগকারীদের আর্থিক লোকসানের পাল্লা আরও ভারী হচ্ছে।

আগের সপ্তাহের পাঁচ কর্মদিবসে দরপতনে বাজার মূলধন ১৩ হাজার ৫০০ কোটি কমার পর চলতি সপ্তাহের প্রথম দুই দিনে কমল আরও সাড়ে ১০ হাজার কোটি টাকা।

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ৮৩ পয়েন্টের পর দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স কমল আরও ৪৩ পয়েন্ট।

প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন সূচকের পতন তুলনামূলক কম হলেও বিনিয়োগকারীর আর্থিক ক্ষতি প্রায় সমান সমান।

রোববার বাজার মূলধন কমেছিল ৫ হাজার ৪৮৫ কোটি টাকার কিছুটা বেশি, দ্বিতীয় দিন কমল ৫ হাজার ২৪৩ কোটি টাকার কিছু বেশি।

আবার আগের সপ্তাহে সূচক ১৭৬ পয়েন্ট কমার প্রতিক্রিয়ায় বাজার মূলধন কমেছিল ১৩ হাজার ৫০৫ কোটি টাকা, চলতি সপ্তাহের দুই দিনে ১২৭ পয়েন্ট সূচক কমার পর বাজার মূলধন কমল কাছাকাছি পর্যায়ে।

লোকসান দীর্ঘায়িত হওয়ার কারণে বিনিয়োগকারীদের সক্রিয়তা কমে গেছে, তারা নতুন বিনিয়োগে যাচ্ছেন না, যে কারণে টানা তিন কর্মদিবস ধরে লেনদেন তিনশ কোটি টাকার ঘরে পড়ে আছে।

সোমবার ৩৬৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, আগের দিন যা ছিল ৩৬৮ কোটি টাকা। ৫৩টি কোম্পানির দর বৃদ্ধির বিপরীতে কমেছে ২৮৮টির, আগের দিনের দরে হাতবদল হয়েছে ৫৫টির।

আগের দিন সূচক বেশি কমলেও ১৫৬টির দরপতনের বিপরীতে দর বেড়েছিল ১৮০টি কোম্পানির।

তবে এদিন সকালের দিকে সূচকের উত্থান দিয়ে শুরু হওয়া লেনদেন মধ্যভাগেও ইতিবাচক ছিল। শেষ বেলায় বড় পতন হয়।

ডিএসইএক্স ৪৩ পয়েন্ট কমার দিন শরিয়াভিত্তিক কোম্পানিগুলোকে নিয়ে গঠিত শরিয়া সূচক এক পয়েন্ট এবং ব্লু চিপ হিসেবে পরিচিত কোম্পানিগুলোকে নিয়ে গঠিত ডিএস৩০ সূচক কমেছে ২২ পয়েন্ট।

২৮ কোম্পানিকে ‘জেডে’ পাঠানোর দিন থেকেই শুরু সর্বনাশের

পুঁজিবাজারে এই টানা দরপতন ঘটছে গত ২৬ সেপ্টেম্বর থেকে। ঘোষিত লভ্যাংশ বিতরণ না করা, বার্ষিক সাধারণ সভা না করা, উৎপাদনে না থাকাসহ নানা কারণে সেদিন ২৮ কোম্পানিকে জেড শ্রেণিতে পাঠানো হয়। এরপর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

সেদিন থেকে ৮ কর্মদিবসেই সূচক কমল ৪০১ পয়েন্ট, বাজার মূলধন কমল ২৭ হাজার ৮৮৬ কোটি টাকা।

এই কোম্পানিগুলোর মধ্যে ১৪টির কর্তা ব্যক্তিদেরকে ডেকে নিয়ে বৈঠকও করেছে নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু কোনো সুফল মেলেনি।

পাশাপাশি ব্যক্তি শ্রেণির বেশ কজন বড় বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানকে কারসাজির অভিযোগে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে, আলোচিত বেশ কয়েকজনের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ হয়েছে।

এর মধ্যে পুঁজিবাজারে সংস্কার বিষয়ে অংশীজনদের সঙ্গে দুই দিন সংলাপ করেছে বিএসইসি, তবে সিদ্ধান্ত জানানো হয়নি। আর বিনিয়োগকারীরা নানাভাবে তাদের ক্ষোভ ঝাড়ছেন, বিএসইসির নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নিয়ন্ত্রক সংস্থার কার্যালয় ঘেরাওয়ের ডাকও দেওয়া হয়েছিল।

পতনেও আগ্রহের শীর্ষে ব্যাংক খাত

পুঁজিবাজারে টানা দরপতনের মধ্যে প্রায় প্রতিদিনই সবচেয়ে বেশি টাকার শেয়ার হাতবদল হচ্ছে ব্যাংক খাতে।

সেই ধারাবাহিকতায় এই খাতটির ৮২ কোটি ১০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা ডিএসইর মোট লেনদেনের ২৬ দশমিক ৫৩ শতাংশ। খাতটির ৭টি কোম্পানির দর বৃদ্ধির বিপরীতে কমেছে ১৭টির, আগের দিনের দরে লেনদেন হয়েছে ১২টি কোম্পানির শেয়ার।

লেনদেনের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের হিস্যা ছিল ১৮ দশমিক ৫৮ শতাংশ; ৫১ কোটি টাকা হাতবদল হয়েছে। ৫টি কোম্পানির দর বৃদ্ধির বিপরীতে কমেছে ২৫টির, ৪টি ছিল আগের দিনের দরে।

তৃতীয় অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতে লেনদেন হয়েছে প্রায় ৩৩ কোটি টাকা; ৪টি কোম্পানির দর বৃদ্ধির বিপরীকে কমেছে ১৬টির দর। একটি ছিল আগের দিনের দরে।

মিন্টুর বন্ধ কোম্পানি দর বৃদ্ধির শীর্ষে

এদিন কোনো কোম্পানিই দর বৃদ্ধির সর্বোচ্চ সীমা বা সার্কিট ব্রেকার ছুঁতে পারেনি। বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর বন্ধ কোম্পানি দুলামিয়া কটনের দর বেড়েছে সবচেয়ে বেশি ৬.২৩ শতাংশ।

১৯৮৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত কোনো ইতিহাস নেই ডিএসইর ওয়েবসাইটে।

শেয়ারপ্রতি ৩৯ টাকার বেশি দায় থাকা কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের দর দাঁড়িয়েছে ৭০ টাকার কাছাকাছি।

দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হল মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, লোকসানি কোম্পানি রিজেন্ট টেক্সটাইলস, আওয়ামী লীগ সরকার পতনের পর তেজি হয়ে উঠা ইসলামী ব্যাংক, ইসলামী ফাইন্যান্স, তাকাফুল ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস, আনলিমা ইয়ার্ন, আইসিবিএএমসিল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।

এসব কোম্পানির দর ৩.১৪ শতাংশ থেকে বেড়েছে ৫.৪৩ শতাংশ পর্যন্ত।

অন্যদিকে দরপতনের তালিকায় ৮ দশমিক ৭৪ শতাংশ দর হারিয়ে শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি। এরপরই আছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি, যেটি দর হারিয়েছে ৭.৬৬ শতাংশ।

অন্য কোম্পানিগুলো হল রেনউইক যজ্ঞেশ্বর, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, খান ব্রাদার্স পিপিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, সেন্ট্রাল ফার্মা, বিডিফাইন্যান্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও রহিমা ফুড।

এসব কোম্পানির দর কমেছে ৬ শতাংশের বেশি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2023. All Rights Reserved.
Built with care by Pixel Suggest